ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুই যাত্রীর শার্টের কলার ও জুতার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৮:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালালে দুই যাত্রীর শার্টের কলার ও জুতার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী শার্টের কলার ও জুতার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃতরা হচ্ছেন কেরামত ও লোকমান। শুল্ক ও গোয়েন্দা সূত্র জানায়, জব্দ স্বর্ণের অনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুর খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিজেন্টের একটি ফ্লাইটে কেরামত ও লোকমান চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে শুল্ক গোয়েন্দারা চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তারা স্বর্ণের বারের কথা স্বীকার করে। তাদের শার্টের কলার ও জুতার ভেতর থেকে ৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক ॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃতরা হচ্ছেন, রায়হান কায়সার ও মোঃ হাসান পিংকু। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুর খান জানান, বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশী টাকায় এসব মুদ্রা দুই কোটি পঁচিশ লাখ টাকা সমমূল্যের। তিনি জানান, তারা ঢাকা-সিঙ্গাপুর রুটের বিমানের একটি ফ্লাইটে রাতে সিঙ্গাপুর যাচ্ছিলেন। পাসপোর্ট চেক করে দেখা যায়, রায়হান কায়সার এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চারবার এবং ২০১৭ সালে ৩৩ বার সিঙ্গাপুরে যান। জিজ্ঞাসাবাদে আটককৃত যাত্রীরা জানান, কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের উদ্দেশ্যে তারা এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগে তারা এভাবে তিনবার মুদ্রা বহন করেছিলেন। এসব মুদ্রা তারা কোন প্রকার ঘোষণা ছাড়াই বহন করেছিলেন।
×