ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজাকারদের প্রতি ঘৃণা জানাতে ঢাকায় ঘৃণা স্তম্ভ হবে

প্রকাশিত: ০৮:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

রাজাকারদের প্রতি ঘৃণা জানাতে ঢাকায় ঘৃণা স্তম্ভ হবে

সংসদ রিপোর্টার ॥ স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে স্থাপত্য অধিদফতর কর্তৃক নকশার খসড়া প্রস্তুত করা হয়েছে। নকশাটি চূড়ান্ত করে ডিপিপি তৈরি করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের লিখিত বক্তব্যে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা। জাতির পিতার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এ সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর ও আল-শামসের একটি সঠিক তালিকা প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। একাত্তর সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী মানবতাবিরোধী রাজাকার, আলবদর, আল-শামসদের পূর্ণাঙ্গ কোন তালিকা প্রণয়ন করা হয়নি।
×