ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৌতা ও দিয়ার এজ্জরে পৃথক আক্রমণে বহু হতাহত

সিরিয়ায় বন্ধ হচ্ছে না রক্তপাত

প্রকাশিত: ০৭:৪২, ৯ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় বন্ধ হচ্ছে না রক্তপাত

সিরিয়ায় বিদ্রোহী অবস্থান টার্গেট করে সরকারী বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। রাজধানী দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে চালানো হামলায় বহু লোক নিহত হয়েছে। বেঁচে থাকা লোকজনকে চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় চলতি বছরের মধ্যে মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ রক্তপাত হয়। সেখানে চালানো হামলায় ৮০ বেসামরিক লোক নিহত হয়। অন্যদিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার এজ্জরে মার্কিন মদদপুষ্ট কুর্দী বাহিনীর হামলায় সমর্থক সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের বহু লোক নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এএফপি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার সকালে তৃতীয় দিনের মতো সরকারী যুদ্ধ বিমান সেখানে আবারও হামলা চালায়। এতে ১২ শিশুসহ ৩৪ জন নিহত হয়। ওই এলাকার বাসিন্দা আবু রাদ জানান, হামলায় তার এক তরুণী মেয়ে নিহত হয়েছে। তিনি বলেন, ‘উদ্ধারকারী বাহিনী তার আরও এক মেয়েকে খুঁজছেন কিন্তু তাকে পাচ্ছেন না। আমি কি করব?’ অবজারভেটরির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, মঙ্গলবারের হামলায় ৮০ জনের মৃত্যুই গত ৯ মাসে সিরিয়ায় একদিনে সবচেয়ে বেশি বেসামরিক লোকের নিহতের ঘটনা এবং কয়েক বছরের মধ্যে গৌতার রক্তাক্ত দিনগুলোর মধ্যে একটি। নিহতদের মধ্যে ১৯ শিশু ও ২০ নারী এবং প্রায় ২০০ জন আহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়। প্রাণঘাতী হামলাগুলো বেইত সা ও হামুরিয়েতে চালানো হয় বলে অবজারভেটরি বলেছে। হামুরিয়েতে এক তরুণ বিমান হামলায় নিহত পাঁচ শিশুর মৃতদেহের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিলেন যার মধ্যে তার ছোট ভাইও ছিল। ওই তরুণ বলেন, আমি দেখেছিলাম তারা পানি ভরছে। কয়েক মিনিট পর বিমান থেকে তাদের ওপর আঘাত হানা হয়। আমি ফিরে আসলাম এবং দেখলাম তারা সবাই মৃত। সরকারী বাহিনী রাজধানীর দোরগোড়ায় অবস্থিত পূর্ব গৌতায় স্থল অভিযান চালানোর সময় আরও বিমান হামলা চালানো হতে পারে বলে সাধারণ নাগরিকরা মনে করছেন। দুমার একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয়, সব জমায়েত ভেঙ্গে দিন এবং রাস্তাগুলো পরিষ্কার করুন। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, প্রতিশোধ নিতে সরকার নিয়ন্ত্রিত দামেস্কের শহরতলিতে বিদ্রোহীদের ছোড়া রকেটের আঘাতে এক শিশু নিহত ও অন্য দুই ব্যক্তি আহত হয়েছে। একটি পলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা বলেছে, পূর্ব গৌতা থেকে রকেটটি ছোড়া হয়। পূর্ব গৌতায় ৪ লাখ লোক বাস করে। স্থিতিবাস্থা বজায় রাখতে ওই এলাকাটি একটি চুক্তির আওতায় রয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে সেখান বোমা হামলা বৃদ্ধি পেয়েছে। ক্লোরিন গ্যাস হামলা চালানো হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বুধবার ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জেন ইভস লি ড্রিন বলেন, সব উপাদানই সিরিয়ার সরকারের ক্লোরিন গ্যাস হামলার লক্ষণ প্রকাশ করছে। চলতি মাসে পূর্ব গৌতায় দুইবার ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বলেছে, একটি তদন্ত দল বিশ্বাসযোগ্য অভিযোগগুলো ক্ষতিয়ে দেখছে। মার্কিন পররাষ্ট্র দফতর সোমবার বলেছে তারা গত ৩০ দিনে সন্দেহজনক রাসয়নিক হামলার ৬টি প্রমাণ নাথিভুক্ত করেছে। তবে সিরিয়া বরাবরই রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। বুধবার সিরিয়ান বাহিনী বলেছে, তারা দামেস্কের উত্তর-পশ্চিমের জামারিয়ায় একটি সামরিক স্থাপনায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করেছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে লেবাননের বিমানঘাঁটি থেকে ইসরাইলী যুদ্ধবিমান দামেস্কের কাছে আমাদের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আটকে দেয় এবং বেশিরভাগ ধ্বংস করে দেয়। ২০১১ সালের মার্চে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
×