ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোপা ডেল রের ফাইনালে সেভিয়া

প্রকাশিত: ০৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

কোপা ডেল রের ফাইনালে সেভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের ফাইনালে উঠেছে সেভিয়া। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লেগানেসকে ২-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে দলটি। এর আগে শেষ চারের প্রথম লেগে দু’দলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকেট পেয়েছে সেভিয়া। কোয়ার্টার ফাইনালে পরাশক্তি রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে আসে লেগানেস। কিন্তু সেই চমক আর ধরে রাখতে পারেনি তারা। ফাইনালে সেভিয়াকে খেলতে হবে ভ্যালেন্সিয়া ও বার্সিলোনার মধ্যকার আরেক সেমির বিজয়ী দলের বিপক্ষে। রেমন সানচেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে সেভিয়া। প্রথম লেগে সেভিয়ার নায়ক ছিলেন লুইস ম্যুরেল। এবার এই কলম্বিয়ান অবতীর্ণ প্লেমেকারের ভূমিকায়। প্রথম গোলের সময় লেগানেসের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোরেয়াকে পাস দিয়েছিলেন তিনিই। কয়েক গজ দূর থেকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জোয়াকিন কোরেয়া। লেগানেস তবু মাথা ঠা-া রেখেছিল। কয়েকটি আক্রমণও শাণায়। কিন্তু সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ভয়ঙ্কর হয়ে উঠা ম্যুরেলকে থামাতেই সবচেয়ে কষ্ট হয়েছে লেগানেসের। প্রথমার্ধের আগমুহূর্তে চার ডিফেন্ডারকে কাটিয়ে লেফট উইং দিয়ে এভার বানেগাকে আরেকটি বল বানিয়ে দিয়েছিলেন ম্যুরেল। গোলমুখের সামনে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চেষ্টা থামিয়ে দেন টিটু। শেষ আধা ঘণ্টায় সমতায় ফিরতে যথাসাধ্য চেষ্টা করেছে লেগানেস। এতে জায়গা ফাঁকা হয়ে যাওয়ায় সুবিধা হয়েছে সেভিয়ারই। ম্যাচের শেষ মুহূর্তে এসে কাউন্টার এ্যাটাক কাজে দিয়েছে সেভিয়ার। গ্যাব্রিয়েল মারকেডোা পাস দিয়েছিলেন স্যান্ড্রোকে। তিনি দেন ফ্রাঙ্কো ভাজকুয়েজকে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে এই ইতালিয়ান ২-০ ব্যবধানে এগিয়ে নেন সেভিয়াকে।
×