ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতকালীন অলিম্পিক শুরু আজ

প্রকাশিত: ০৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

শীতকালীন অলিম্পিক শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে পর্দা উঠছে শীতকালীন অলিম্পিকের। দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ংয়ে বসছে ক্রীড়ার এই মহাযজ্ঞ। শীতকালীন অলিম্পিককে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের অলিম্পিকে প্রায় ৩,০০০ প্রতিযোগী অংশ নেবেন। তবে তাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বেশ ক’জন এ্যাথলেট। যারা এবারের এই আসরে জ্বলে উঠবেন বলে ক্রীড়ামোদিদের বিশ্বাস। তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিগার স্কেটার নাথান চেন অন্যতম। মাত্র ১৮ বছর বয়স তার। কিন্তু এই সময়ের মধ্যেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি। বিশেষ করে ক্যারিয়ারের প্রথম গ্রা ফি জয়ের পর থেকেই শীতকালীন অলিম্পিকে স্বর্ণপদক জয়ে হট ফেবারিট নাথান চেন। ১৯ বছর বয়সে ফেবারিটের তকমাটা গায়ে মেখেছেন স্বাগতিক দক্ষিণ কোরিয়ার চোই মিন জিওং। শর্ট ট্র্যাক স্পিড স্কেটার ৫০০, ১০০০ এবং ১৫,০০০ মিটারে নিজের সেরাটা ঢেলে দিতে মরিয়া। দক্ষিণ কোরিয়ার সম্ভাবনাময়ী গোল্ডেনগার্ল হিসেবে খ্যাতাব পাওয়া চতুর্থ স্বর্ণপদকও জিততে পারেন বলে স্বাগতিক সমর্থকদের বিশ্বাস। যদিওবা, ৩০০০ মিটার রিলেতে স্বর্ণপদক জেতা তার জন্য মোটেও সহজ হবে না। ফরাসী তারকা মার্টিন ফৌরকাডিও পিয়ংইয়ংয়ে নিজের সেরাটা ঢেলে দিতে দারুণ আশাবাদী। ২৯ বছর বয়সী এই বায়াথোলন তারকা ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ২০১৪ সালে রাশিয়ার সোচি অলিম্পিকেও নিজের জাত চিনিয়েছেন তিনি। দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জেতেন সেবার। ফ্রান্সের এই আর্মি অফিসারের এ বছরটা দুর্দান্ত কেটেছে। এদিকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাপানের ফিগার স্কেটার ইউযুরো হানু। কেননা, তার সামনে এবার প্রায় ৭০ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়ার হাতছানি। ১৯৫২ সালে সর্বশেষ খেলোয়াড় হিসেবে ফিগার স্কেটিংয়ে ব্যাক টু ব্যাক স্বর্ণপদক জিতেছিলেন আমেরিকার ডিক বাটন। তারপর সেই কীর্তির সুযোগ হানুর। কিন্তু জাপানের ‘বরফের রানী’ হিসেবে খ্যাত হানু গত বছরের নবেম্বর থেকেই ইনজুরিতে ভুগছিলেন। যে কারণে তার পিয়ংইংয়ে খেলা নিয়ে দেখা দেয় সংশয়। তবে তার খেলার বিষয়ে ১০০ ভাগ নিশ্চয়তা দিয়েছেন কোচ ব্রায়ান ওরসার। তিনি বলেন, ‘সে খেলবে তা ১০০ ভাগ নিশ্চিত।’ এছাড়া এবারের এই আসরে যারা দ্যুতি ছড়াতে প্রস্তুত তাদের মধ্যে অস্ট্রেলিয়ার মার্সেল হির্সচার, নরওয়ের কেজেটিল জান্সরাড, আমেরিকার লিন্ডসে ভন, মিকায়েলা শিফরিন, চোই কিম এবং রাশিয়ার এ্যালিনা জাগিতোভা অন্যতম। তবে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে মিডিয়া ভিলেজের কাছে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার গাংনেয়ুং অলিম্পিক পার্কের কাছে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় বলে গণমাধ্যমের খবর। পুলিশ জানায়, একটি ক্যাফের পেছনের একটি নির্মাণস্থল থেকে আগুনের সূত্রপাত। জরুরী বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পরপরই মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ওই এলাকায় থাকা লোকজনকে সতর্ক করা হয়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দক্ষিণ কোরিয়ার এই শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। বুধবার উত্তর কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। উত্তর কোরিয়ার নেতার বোন আজই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছানোর কথা।
×