ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লড়াই হচ্ছে সমান তালে ॥ সামারাবীরা

প্রকাশিত: ০৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

লড়াই হচ্ছে সমান তালে ॥ সামারাবীরা

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর টেস্টের প্রথম দিনেই ১৪ উইকেট তুলে নিয়েছে বোলাররা। ২২২ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর দিন শেষে বাংলাদেশ ৫৬ রান তুলতে গিয়ে হারিয়েছে ৪ টপঅর্ডারকে। ১৬৬ রানে পিছিয়ে এখনও স্বাগতিক দল। সেদিক থেকে বাংলাদেশই আছে চাপের মুখে। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা দাবি করলেন উভয় দলের অবস্থান এখন সমান অবস্থানে। কেউ এগিয়ে নেই। তিনি মনে করেন মিরপুরের চিরাচরিত উইকেটের চরিত্র অনুসারে ২৪০/২৫০ রানই খুব ভাল সংগ্রহ। আজ দ্বিতীয় দিনে এর মধ্যেই বাংলাদেশের বাকি ৬ উইকেট তুলে নেয়ার আশা জানালেন সংবাদ সম্মেলনে। আগেই অনুমান করা হয়েছিল মিরপুর টেস্টে স্পিনাররা প্রাধান্য বিস্তার করবে। প্রথম দিনেই সেটা প্রমাণ হয়ে গেছে। তবে দিনশেষে ১৬৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের হাতে আছে আর মাত্র ৬ উইকেট। তাই নিশ্চিতভাবেই ভাল অবস্থানে শ্রীলঙ্কা। কিন্তু সামারবীরা বললেন, ‘আমার মনে হয় খেলাটি এখন একটি সুষম অবস্থানে আছে। কারণ, এখনও আমাদের ৬ উইকেট নিতে হবে, আমাদের আরেক ইনিংস ব্যাট করতে হবে এবং তাদের আরেক ইনিংসে বোলিং করতে হবে। আমার মনে হয় ৩০ রান কম করেছি আমরা। স্বাভাবিকভাবে ঢাকার উইকেটে ২৪০/২৫০ রান খুব ভাল স্কোর। দিনশেষে আমরা যেহেতু তাদের শীর্ষ ৪ ব্যাটসম্যানের উইকেট নিয়েছি তবু বলব খেলাটি সমান-সমান অবস্থানে আছে।’ দিনের শুরু থেকেই স্পিন ধরেছে উইকেটে, টার্ন ও বাউন্স আদায় করে নিতে পেরেছেন স্পিনাররা। ব্যাটসম্যানদের জন্য রান করা খুব সহজ ছিল না। এ বিষয়ে সামারাবীরার বক্তব্য, ‘না, আমার মনে হয় এটাই ঢাকার পিচের চরিত্র। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ঠিক এমন পিচেই খেলা দেখেছি। সুতরাং আপনারা এটাকে আনপ্লেয়েবল বলতে পারেন না। কিন্তু চট্টগ্রামের চেয়ে এখানে অনেক ব্যতিক্রম! সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট মরা হয়ে উঠছে এবং অবশ্যই ফল বের করার মতো পিচ বানাতে হবে। আমি চট্টগ্রামের উইকেটের চেয়ে এখানকার উইকেট নিয়ে সন্তুষ্ট।’ বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে ৪ বছর পর ফেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক দুর্দান্ত বোলিং করে ভুগিয়েছেন ব্যাটসম্যানদের। এবার লঙ্কান স্পিনারদের পরীক্ষা। এ বিষয়ে সামারাবীরা বলেন, ‘মিরপুর হচ্ছে শ্রীলঙ্কার গলের মতো। বাংলাদেশ মিরপুরে তাদের প্রভাব বিস্তার করে ক্রিকেটে। কোন দলটি ফেবারিট সেটা বলা কঠিন। কিন্তু আমরা যেটা করতে পারি তা হচ্ছে আগামীকাল (আজ) যতটা সম্ভব ভাল করা। বলা কঠিন এটা আমাদের জন্য বেশি উপকারী হবে কিনা? আমার মনে হয় তিনি (রাজ্জাক) ভাল বোলিং করেই ৪ উইকেট নিয়েছেন। পুরো কৃতিত্বই তার, কারণ ৪ বছর পর ফিরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয়।’
×