ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিয়ালের বিপক্ষে পিএসজি ফেবারিট!

প্রকাশিত: ০৭:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

রিয়ালের বিপক্ষে পিএসজি ফেবারিট!

স্পোর্টস রিপোর্টার ॥ সামনেই সপ্তাহেই ধুন্ধুমার লড়াই হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। শেষ ষোলোতেই দেখা হচ্ছে গত দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ফরাসী জায়ন্ট প্যারিস সেইন্ট জার্মেইনের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল ও নেইমারের পিএসজির দ্বৈরথে জিতবে কোন দল তা নিয়ে গোটা ফুটবলবিশ্বে চলছে আলোচনা। এই সময়ে বার্সিলোনার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ জানিয়ে দিলেন, রিয়ালের বিপক্ষে ম্যাচে ফেবারিট থাকবে পিএসজি। এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত নিজেদের নামে প্রতি সুবিচার করতে পারেনি। লা লিগায় টেবিলের শীর্ষে থাকা বার্সার থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়ন্স লীগে অবশ্য শেষ ১৬ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ইতোমধ্যেই কোপা ডেল রে থেকে বিদায় ঘটেছে জিনেদিন জিদানের দলের। টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান শিরোপা লাভের মিশনে এ পর্যন্ত ভালভাবেই এগিয়েছে মাদ্রিদ। ঘরের মাঠে নকআউট পর্বের প্রথম লেগে পিএসজির বিপক্ষে মাঠে নামছে জিদান শিষ্যরা। বার্সিলোনার হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা জাভি বলেছেন যদিও তিনি মাদ্রিদের উন্নতির অপেক্ষায় আছেন, তারপরও এই ম্যাচে পিএসজিকেই তিনি সুস্পষ্ট ফেবারিট মানছেন। জাভি বলেন, আমি মনে করি পিএসজি এমন একটি দল যারা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের ক্ষমতা রাখে। কিন্তু এই মুহূর্তে মাদ্রিদের বিপক্ষে পিএসজি নিজেদের প্রমাণে মুখিয়ে আছে। ম্যাচটাতে দারুণ লড়াই হবে। কিন্তু ফর্ম বিচারে পিএসজিই ফেবারিট। জাভি আরও বলেন, এটাই আমার মতে সেমিফাইনাল, শেষ ১৬ নয়। সবাই জানে মাদ্রিদের জয়ের ক্ষুধা আছে। বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতায় তারা সবসময়ই এগিয়ে থাকে। কিন্তু একদিন পিএসজি অবশ্যই চ্যাম্পিয়ন্স লীগে জয়ী হবে। পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাট্টির সঙ্গে নিজের অনেক মিল দেখছেন জাভি। তাকে প্রশংসায় ভাসিয়ে বার্সার সাবেক মিডফিল্ডার বলেন, এখনকার সময়ে আমার সঙ্গে মিল আছে তার খেলাতেই। টেকনিক্যালি সে সবকিছুই ঠিকভাবে করে, পিএসজির জন্য সে খুব গুরুত্বপূর্ণ। সে এমন একজন ফুটবলার, যাকে আমার খুব ভাল লাগে। তাকে বার্সিলোনাতে দেখলে ভাল লাগবে। বতর্মানে পিএসজির প্রাণভোমরা বার্সার সাবেক সতীর্থ নেইমারেরও আলাদা করে প্রশংসা করেছেন জাভি।
×