ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হার ১২৪ রানে

কোহলির রেকর্ড গড়া শতকে টানা তৃতীয় জয় ভারতের

প্রকাশিত: ০৭:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

কোহলির রেকর্ড গড়া শতকে টানা তৃতীয় জয় ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ আবার সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। হার না মানা ১৬০ রানের ইনিংস উপহার দিয়ে অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে সর্বাধিক ১২ সেঞ্চুরির রেকর্ড গড়লেন। তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ১১ সেঞ্চুরির রেকর্ডকে। অধিনায়ক কোহলির এই কীর্তির পর যুবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদবেন স্পিনে দিশেহারা হয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে সফরকারী ভারত। ৬ ম্যাচের সিরিজে এর ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে কোহলির দল। টস জিতে আগে ভারতীয় দলকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে সন্তুষ্টি নিয়ে শুরু করেছিল স্বাগতিক দল। কিন্তু দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও কোহলি স্বাগতিক বোলারদের গলদঘর্ম করেন। তাদের জুটিতে আসে ১৪০ রান। ফলে শুরুর বিপদ ভুলে দারুণ এক সংগ্রহ গড়ার ভিত পেয়ে যায় ভারত। ধাওয়ান ছিলেন দারুণ আগ্রাসী। তিনি মাত্র ৬৩ বলে ১২ চারে ৭৬ রান করেন। দুই ব্যাটসম্যানকে নিয়মিত বোলারদের দিয়ে আটকাতে না পেরে জেপি ডুমিনিকে দিয়ে টানা বোলিং করিয়েছেন অধিনায়ক এইডেন মার্করাম। ডুমিনিই সফল হয়েছেন ধাওয়ান ধামাকা থামিয়ে। তবে কোহলির ধৈর্যচ্যুতি ঘটেনি। দেখেশুনে খেলতে থাকা ভারতীয় অধিনায়ক ৬৪ বলে অর্ধশতকে এবং ১১৯ বলে ক্যারিয়ারের ৩৪তম শতকে পৌঁছান। এজন্য মাত্র ৭ বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ১২তম সেঞ্চুরি ছিল এটি। তার আগে ভারতের পক্ষে অধিনায়ক হিসেবে সর্বাধিক ১১ সেঞ্চুরি ছিল গাঙ্গুলীর। এখন নতুন রেকর্ড গড়লেন কোহলি। তবে কোহলির চেয়ে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি হাঁকানোয় ওয়ানডে ইতিহাসে এগিয়ে আছেন দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে রিকি পন্টিং ২২০ ইনিংসে ২২ এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ৯৮ ইনিংসে ১৩ সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক হিসেবে। গাঙ্গুলী খেলেছেন ১৪৩ ইনিংস। কোহলি মাত্র ৪৩ ইনিংসেই ১২ শতক। সেঞ্চুরির পর দলের রানটাকে বাড়িয়ে নেয়ার কাজ একাকী করেছেন কোহলি। তাকে অন্য কোন ব্যাটসম্যান সঙ্গ দিতে না পারলেও রক্তচক্ষু মেলেছেন কোহলি শতকের পরই। তিনি বাকি ৪০ বলে ৬০ রান করেন ৫ চার, ২ ছক্কায়। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫৯ বলে ১২ চার, ২ ছক্কায় ১৬০ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানের এটি দ্বিতীয় সেরা ওয়ানডে ইনিংস। শুধুমাত্র ২০১০ সালে শচীন টেন্ডুলকরের ২০০ রানই ওপরে। তিন ম্যাচে ইতোমধ্যেই ৩১৮ রান করে ফেলেছেন কোহলি যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে কোন ভারতীয় ব্যাটসম্যানের সর্বাধিক রান। এটিই ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ইনিংস তার। এর আগে ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন ঢাকায় ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। এবার খেলেছেন ১৫৯ বলের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান তোলে ভারত। ৬০ রানে দুই উইকেট নেন ডুমিনি। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই হাশিম আমলার (১) উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন মার্করাম ও ডুমিনি। মার্করাম ৩২ রান করার পর কুলদ্বীপের শিকার হন। তবে ডুমিনি অর্ধশতক হাঁকান। এরপরই শুরু হয়ে যায় চাহাল-কুলদ্বীপের যৌথ ঘূর্ণি দাপট। ডুমিনি ৬৭ বলে ৪ চারে সর্বোচ্চ ৫১ রান করে সাজঘরে ফেরেন। আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৪০ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪টি করে উইকেট নেন কুলদ্বীপ ও চাহাল। স্কোর ॥ ভারত ইনিংস- ৩০৩/৬; ৫০ ওভার (কোহলি ১৬০*, ধাওয়ান ৭৬, ভুবনেশ্বর ১৬*; ডুমিনি ২/৬০)। দক্ষিণ আফ্রিকা ইনিংস- ১৭৯/১০; ৪০ ওভার (ডুমিনি ৫১, মার্করাম ৩২, মিলার ২৫, জোন্ডো ১৭; কুলদ্বীপ ৪/২৩, চাহাল ৪/৪৬)। ফল ॥ ভারত ১২৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ বিরাট কোহলি (ভারত)। সিরিজ ॥ ৬ ম্যাচের সিরিজে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে।
×