ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেড কাপে নেই সিমোনা

প্রকাশিত: ০৭:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

ফেড কাপে নেই সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে বেশ কয়েকটি ম্যাচেই ম্যারাথন লড়াই করতে হয়েছে সিমোনা হ্যালেপকে। তারপরও ফাইনালে জায়গা করে নিয়েছিলেন রোমানিয়ার এই টেনিস তারকা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে আর পেরে উঠতে পারেননি তিনি। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ছাড়াও গত মাসে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে তার বাধা হয়ে দাঁড়ায় ইনজুরিও। যে কারণেই শেষ পর্যন্ত রানারআপের তৃপ্তি নিয়েই কোর্ট ছাড়তে হয় তাকে। তবে সেই চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। তাই কানাডার সঙ্গে ফেড কাপে রোমানিয়ার হয়ে প্রতিনিধিত্বও করতে পারছেন না তিনি। সেজন্য ভক্ত-অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিমোনা হ্যালেপ। এ প্রসঙ্গে মঙ্গলবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে হ্যালেপ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘গত সপ্তাহে বিশ্রামের পাশাপাশি পুনর্বাসনে ছিলাম। কিন্তু অন্তত দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে, অস্ট্রেলিয়ান ওপেনে পাওয়া ইনজুরি থেকে খুব অল্প সময়ে মুক্ত হতে পারিনি। সেজন্য দুঃখ প্রকাশ করছি। কেননা রোমানিয়ার হয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরও সতীর্থদের সমর্থন করার জন্য গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে আমি দলের সঙ্গে যাচ্ছি। রোমানিয়ার জন্য শুভ কামনা।’ গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন সিমোনা হ্যালেপ। ২০১৪ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও জায়গা করে নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভার কাছে হেরে যান হ্যালেপ। গত মৌসুমেও ফাইনালের টিকেট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেনে। এবারও সেই একই চিত্রনাট্য। লাটভিয়ার অখ্যাত জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে হার মানেন তিনি।
×