ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন রোনাল্ডো

প্রকাশিত: ০৭:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এর মধ্যেই দিন কয়েক আগে ৩৩তম জন্মদিন পালন করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এই সময়ে ফিফা সেরা তারকা জানিয়েছেন, তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। রোনাল্ডোর আশা, তিনি সর্বকালের সেরাদের কাতারে নাম লেখাতে পারবেন। এটাই হলো তার অন্যতম সেরা স্বপ্ন। সাক্ষাতকারে সি আর সেভেন বলেন, আমার অনেক স্বপ্ন আছে। অনেক, অনেক স্বপ্ন আছে। আমার মনে হয়, প্রত্যেকের উচিত স্বপ্ন দেখা এবং স্বপ্নকে তাড়া করা। আমি নিজের স্বপ্নকে তাড়া করেছি এবং আমি সেটা করে যেতে চাই। আমি আরও উন্নতি করতে চাই এবং আরও অনেক সাফল্যের চূড়োয় পৌঁছতে চাই। জীবনের কথাও বলতে দ্বিধা করেননি রিয়াল মাদ্রিদ তারকা। রোনাল্ডো বলেন, আমি জীবনের এই মুহূর্তটা খুবই উপভোগ করছি। আমার পরিবার বেড়ে উঠছে। জীবন নিয়ে আমি খুবই সুখী। ফুটবল মাঠেও গত দু’বছর দারুণ কেটেছে আমার। ক্লাবের হয়ে ট্রফি জিতেছি, দেশের হয়ে জিতেছি। এরপর স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, আমি মনে করি, আরও কয়েক বছর আমি সর্বোচ্চ পর্যায়ে কর্তৃত্ব নিয়ে খেলতে পারব। তবে রোনাল্ডো এটাও স্বীকার করেছেন, তার শরীর মাঝেমধ্যে সঙ্কেত দিতে শুরু করেছেÑ সবকিছু আগের মতো নেই। কিভাবে শরীরকে সামলাতে হবে, সেই চিন্তা তার মধ্যে ঢুকে গিয়েছে। ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্যে সাবধানী হতে চান তিনি। এ প্রসঙ্গে বলেন, জীবন সবদিক দিয়েই সারাক্ষণ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশেষ করে খেলোয়াড়দের জন্য বিষয়টি খুবই আকর্ষণীয়। আমি সব সময় শারীরিক সক্ষমতার চূড়োয় থাকার চেষ্টা করি। কারণ আমাদের জগতে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে শতভাগ ফিট থাকতে হবেই এবং আমি এটার ওপর খুবই গুরুত্ব দিই। পর্তুগীজ অধিনায়কের মেনে নিতে আপত্তি নেই যে, যতই তিনি ফিট থাকার চেষ্টা করুন না কেন, দশ বছর আগে যা করতে পারতেন এখন তা করে দেখানো সম্ভব নয়। এ নিয়ে তার ভাষ্য, এই পর্যায়ে নিজেকে তরতাজা রাখতে গেলে অনেক আত্মত্যাগ করতে হবে। আমি নিশ্চয়ই আগের মতো সবকিছু করতে পারব না। ২০ বছর বয়সে যা পারতাম, তা এখন করতে পারব না। স্বপ্ন পূরণের জন্য নিজের মতো উচ্চাভিলাষী হওয়ার পরামর্শ অন্যদের দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। বলেন, আমি উচ্চাভিলাষী। খুবই উচ্চাভিলাষী। মানুষের উচিত তার স্বপ্নকে তাড়া করা। আমি নিজেরটা তাড়া করেছি এবং সেটা করেও যেতে চাই আরও উন্নতি এবং আরও লক্ষ্য পূরণের জন্য। আমি মনে করি, ক্যারিয়ারে আমি কিছু স্মরণীয় মুহূর্ত পেয়েছি, কিন্তু সেগুলো কোনটা নির্দিষ্ট করে মনে করতে পারব না। কেননা আমি চেষ্টা করি অতীতের চেয়ে বর্তমানে দৃষ্টি দিতে। রোনাল্ডোর নিজের কথাতেই ফুটে উঠেছে, তিনি আগের মতো আর মাঠ কাঁপাতে পারছেন না। তাহলে কি তিনি ফুরিয়ে যাচ্ছেন? এ প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে লেভান্তের সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের ৮২ মিনিটের বদলির ঘটনাটি অবাক করে দেয় ফুটবল বিশ্বকে। দলের সবচেয়ে বড় তারকা রোনাল্ডোকে সাইড বেঞ্চে বসিয়ে দেন রিয়াল কোচ জিনেদিন জিদান। পর্তুগীজ ফরোয়ার্ডের ক্যারিয়ারে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ থেকে উঠে চলে যাওয়ার ঘটনা বিরল। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেলেই সাধারণত বদলি হয়ে থাকেন সি আর সেভেন। লেভান্তের বিপক্ষে ম্যাচের ওই ঘটনাটির রেকর্ড করার সময় ভিডিও গ্রাফারকে ইশারায় বাজে মন্তব্য করেন রোনাল্ডো। সে সময় তিনি বলেন, ইশারা দিয়ে তিনি বুঝাচ্ছিলেন, তার দিকে নয়, মাঠে চলাকালীন খেলার দিকে ক্যামেরা ঘুরিয়ে ধরার জন্য। জিদানের এই সিদ্ধান্তে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি ফুরিয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা! চলতি মৌসুমে দলের হয়ে মাত্র ১৭ গোল করেছেন রোনাল্ডো। অন্যদিকে লা লিগার শিরোপার দৌড়ে তার দল রিয়ালও অনেক পিছিয়ে।
×