ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি চলবে স্থায়ী কমিটির নেতৃত্বে

প্রকাশিত: ০৬:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি চলবে স্থায়ী কমিটির নেতৃত্বে

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়া কারাগারে চলে যাওয়ায় আপাতত বিএনপি চলবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতৃত্বে। সে ক্ষেত্রে স্থায়ী কমিটির সবচেয়ে সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে যে কোন সিদ্ধান্ত নেবেন। তবে সময় সুযোগ মতো তারা কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও লন্ডনে থাকা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও পরামর্শ নেবেন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগেই এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের নির্দেশ দিয়ে গেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছর সাজা হওয়া ও তিনি কারাগারে চলে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি চালাবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
×