ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ আসছেন

প্রকাশিত: ০৬:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-লন্ডন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ শুক্রবার দুই দিনের সফরে ঢাকা আসছেন। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোন পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা সফর করছেন। বরিস জনসনের ঢাকা সফরের সময় যুক্তরাজ্যগামী কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। ঢাকা সফরকালে বরিস জনসন আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হবে। বরিস জনসনের ঢাকা সফরের সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেয়ার বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া ব্রেক্সিট ও ভিসা সহজীকরণ নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন। এর প্রায় ১০ বছর পরে ব্রিটিশ কোন পররাষ্ট্র মন্ত্রী এবার ঢাকায় আসছেন। ঢাকা-লন্ডন রাজনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যখন ঢাকা সফরে আসছেন, ঠিক তখনই বাংলাদেশ রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করছে। যদিও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের সঙ্গে ছিল। তারা জোরালো ভূমিকা রেখেছে। ২৫ আগস্ট রাখাইনে নতুন করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাখাইন নিয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যই প্রথম আগ্রহ প্রকাশ করে। তারপর দেশটি রোহিঙ্গা ইস্যুতে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়ও সহায়তা করেছে। অর্থ সাহায্যও দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকের সময়ে বরিস জনসন জাতিসংঘ সদর দফতরে পৃথকভাবে রোহিঙ্গা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিলেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও অনেক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরিস জনসনের ঢাকা সফরের সময় রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাজ্যের নিকট সহযোগিতা চাইবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী সব ধরনের কার্গো পাঠানোর ওপর ২০১৬ সাল থেকে নিষেধাজ্ঞা আছে। গত ডিসেম্বরে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাজ্য সফর করে। ওই সময় দুই পক্ষই একমত হয় যে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে বরিস জনসনের সফরের সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বরিস জনসন ২০১৬ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে লন্ডনের মেয়র পদেও দায়িত্ব পালন করেছেন।
×