ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ০৬:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮

উবাচ

প্রমাণ হলো কেউ আইনের উর্ধে নন স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, এর মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের উর্ধে যে কেউ নয়, তা প্রমাণ হলো। রায়ের পর সচিবালয়ে নিজের দফতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে পাঁচ বছর কারাদ- দিয়েছেন। আমি শুধু বলতে পারি, এই রায়ে প্রমাণ হলো যে, বাংলাদেশে বিএনপি আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল তার অবসান হয়েছে। এখন এটাই প্রতিষ্ঠিত হয়েছে যে, অপরাধ করলে তার বিচার হয় এবং সুষ্ঠু বিচার হওয়ার পরে তার শাস্তি হয়। আমি যতদূর জানি দুদক কাগজপত্রে প্রমাণ করেছে এবং সেজন্য আজকে এই সাজা। আইন সবার জন্য সমান স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ-ের রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেনÑএই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, আইন সবার জন্য সমান। জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ-ের পর আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। ফরমায়েশি রায় স্টাফ রিপোর্টার ॥ জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজাকে ‘ফরমায়েশি রায়’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য ফরমায়েশি রায় হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব ইনশাল্লাহ। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।
×