ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকপাড়ায় প্রাণচাঞ্চল্যে ভাটা

প্রকাশিত: ০৪:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮

ব্যাংকপাড়ায় প্রাণচাঞ্চল্যে ভাটা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলে মানুষের উপস্থিতি একেবারেই কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউসগুলোতে হাতে গোনা কয়েকজন বিনিয়োগকারী দেখা যায়। ব্যাকংগুলোর চিত্রও একই। বৃহস্পতিবার সকালে মতিঝিলের ডিএসই ভবন, এনেক্স ভবন, মধুমিতা ভবন এবং বাংলাদেশ ব্যাংক, সোনালী, জনতা ব্যাংকসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন ব্যাংকে এ দৃশ্য দেখা গেছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ’সহ বিমা কোম্পানিগুলোতেও লোকজনের উপস্থিতি কম ছিল। দেশের অন্যতম বাণিজ্যিক এ এলাকা কর্মদিবসে লোকজনে ঠাসা থাকলেও বৃহস্পতিবার পুরো উল্টো চিত্র। ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা, শাকিল রিজভী এবং আনোয়ার সিকিউরিটিজের বেশির ভাগ চেয়ার ফাঁকা দেখা যায়। যে দু’একজন ব্রোকারেজ হাউসে আসছেন তারা শেয়ার কেনাবেচার চেয়ে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে আতঙ্কে রয়েছেন।
×