ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেন্ডার এ্যান্ড এসআরএইচ কনফারেন্স ফর ইয়ং এ্যাডাল্টস

প্রকাশিত: ০৪:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮

জেন্ডার এ্যান্ড এসআরএইচ কনফারেন্স ফর ইয়ং এ্যাডাল্টস

দ্যা ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (জেপিজিএপিএইচ)-এ আয়োজিত ‘জেন্ডার এ্যান্ড সেক্সুয়াল এ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ কনফারেন্স ২০১৮ ফর ইয়ং এ্যাডাল্টস’ সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বলা হয়, দ্রুত পরিবর্তনশীল আধুনিক বাংলাদেশের যুব সমাজ সব সময়ই আবেগী এবং মানসিক ক্ষেত্রে শারীরিকের ব্যাপারে স্ব উন্নয়ন, তথ্য প্রবেশাধিকার এবং বেছে নেয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এতে সমন্বিত সহযোগিতা এবং সাম্প্রতিক বৈশি^ক, আঞ্চলিক এবং স্থানীয় পরিম-লে স্কলারশিপ, ইমোশনাল ওয়েল বিইয়িং এবং সেল্ফ এস্টিম, নেগোশিয়েশন্স অব জেন্ডার রোল এ্যান্ড সেক্সুয়ালিটি এ্যান্ড এক্সপেক্টেশনকে তুলে ধরে যুব সমাজের মধ্যকার গতানুগতিক সম্পর্কগুলোয় পরিবর্তন সাধনের ওপর আলোকপাত করা হয়েছে । এতে পাবলিক এবং প্রাইভেট বিশ^বিদ্যালয়ের প্রায় ৬৫০ শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত বিশেষ অতিথিরা অংশগ্রহণ করেন। এসআরএইচআরের ৮টি দেশের (বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য) অভিজ্ঞ প্রতিনিধিগণ প্যানেল ডিসকাশনগুলোতে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি ব্রিটেনের ইস্পাত কারখানায় বড় লগ্নিতে যাচ্ছে টাটা অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটেনের ইস্পাত ব্যবসায় লোকসানে ডুবে, বছর কয়েক আগে পোর্ট ট্যালবট কারখানা বেচতে উদ্যোগী হয়েছিল টাটা স্টিল। এ বার সে দেশের বৃহত্তম ও ইউরোপের অন্যতম বড় মাপের সেই ইস্পাত কারখানাতেই উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে কোমর বেঁধেছে ভারতের ইস্পাত বহুজাতিকটি। ঘোষণা করেছে ১.৪০ কোটি পাউন্ডেরও বেশি (প্রায় ১২৬ কোটি রুপি) লগ্নির কথা। টাটাদের দাবি, এই পুঁজি ঢেলে সেখানে বেশি দামের ইস্পাত তৈরি করবে তারা। যার হাত ধরে বছরে পোর্ট ট্যালবটের উৎপাদন ক্ষমতা বাড়বে ১ লাখ ৫০ হাজার টন।
×