ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেক্সিমকো ফার্মার প্লান্ট পরিদর্শন করেছে পূর্ব আফ্রিকান কমিউনিটি

প্রকাশিত: ০৪:১৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

বেক্সিমকো ফার্মার প্লান্ট পরিদর্শন করেছে পূর্ব আফ্রিকান কমিউনিটি

মঙ্গলবার পূর্ব আফ্রিকান কমিউনিটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মার সর্বাধুনিক উৎপাদন সুবিধা সম্পন্ন প্লান্ট পরিদর্শন করেছেন। ওষুধ শিল্প, সরকারী-বেসরকারী সংস্থা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার সমন্বয়ে ১২ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তানজানিয়ার শিল্প মন্ত্রণালয়ের পারমানেন্ট সেক্রেটারি এলিসাৎ ও গ্যাব্রিয়াল। কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন। বেক্সিমকো ফার্মার উর্ধতন কর্মকর্তারা প্লান্টে তাদের স্বাগত জানান।
×