ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারও রিজার্ভ ভেঙ্গে লভ্যাংশ দেবে ডিএসই

প্রকাশিত: ০৪:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৮

এবারও রিজার্ভ ভেঙ্গে লভ্যাংশ দেবে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের অর্থবছরের মতো ২০১৬-১৭ অর্থবছরেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে। যাতে এবারও ইপিএস ১ টাকার নিচে রয়েছে। এমতাবস্থায়ও স্টক এক্সচেঞ্জটির পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে বলে জানা গেছে। যাতে আগের ২ অর্থবছরের ন্যায় এবারও রিজার্ভ থেকে লভ্যাংশ দিতে হবে। ডিএসইর ২০১৪-১৫ অর্থবছরে ইপিএস হয়েছিল ০.৭৫ টাকা। যা ২০১৫-১৬ অর্থবছরে কমে হয় ০.৬৬ টাকা। আর সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে আরও কমে হয়েছে ০.৬৪ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক পরিচালক বলেন, ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশের পরিমাণ নিয়ে কোন সিদ্ধান্ত এখনও হয়নি। তবে লভ্যাংশের পরিমাণ ১০ শতাংশের কম হবে না, এটা নিশ্চিত। এ দিকে ডিএসই থেকে স্টকহোল্ডারদের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করা হয়। এ ক্ষেত্রে ২০১৪-১৫ অর্থবছরে ৪৫ কোটি ৯ লাখ টাকা ও ২০১৫-১৬ অর্থবছরে ৬১ কোটি ৩৩ লাখ টাকার লভ্যাংশ রিজার্ভ থেকে দেয়া হয়েছিল। আর ২০১৬-১৭ অর্থবছরেও যদি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়, তাহলে রিজার্ভ থেকে ৬৪ কোটি ৯৪ লাখ টাকা দিতে হবে। রিজার্ভ থেকে লভ্যাংশ দেয়ায় নিয়মিতভাবে ডিএসইর সম্পদের পরিমাণ কমছে। স্টক এক্সচেঞ্জটির ২০১৫ সালের ৩০ জুন নিট শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১১.৬৮ টাকা। যা ২০১৬ সালের ৩০জুনে কমে দাঁড়ায় ১১.৩৪ টাকা। সর্বশেষ ২০১৭ সালের ৩০জুন কমে দাঁড়িয়েছে ১০.৯৮ টাকায়। আর ২০১৬-১৭ অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হলে, তা কমে ৯.৯৮ টাকায় নেমে আসবে। উল্লেখ্য, ডিএসইর পরিশোধিত মূলধন হিসেবে রয়েছে ১৮০৩ কোটি ৭৮ লাখ টাকা।
×