ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিআর কর্মসূচীর চেক বিতরণ

প্রকাশিত: ০৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

টিআর কর্মসূচীর চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি দিনাজপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মহিলাকর্মী ও টিআর কর্মসূচীর চেক প্রদান করেছেন। বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা পরিষদে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডি ফুলবাড়ীর আয়োজনে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে নিয়োজিত ৭০মহিলা কর্মীর জমাকৃত সঞ্চয়ী টাকার চেক বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। ইউএনও আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্ ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ। মাঠ দিবস স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ বৃহস্পতিবার দুপুরে স্বল্প জীবকালব্যাপী উন্নত সরিষা বিনা-৯, ১০ জাতের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজনে উপজেলার কোদালকাটি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের সরিষাক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ডক্টর জাহাঙ্গীর আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম, চীফ সায়েন্টিফিক অফিসার ডক্টর আব্দুল মালেক, বিভাগীয় প্রধান এআরইডি ডক্টর এ এফ এম ফিরোজ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সামছুজ্জামান, কোদালকাটি ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, কৃষি উদ্যোক্তা এরশাদ আলী মাস্টার, শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
×