ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বোরো চারা সঙ্কট ॥ লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা

প্রকাশিত: ০৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলে বোরো চারা সঙ্কট ॥ লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ ফেব্রুয়ারি ॥ ১২ উপজেলায় চলতি মৌসুমে সব ধরনের বোরো বীজের চারা সঙ্কট দেখা দিয়েছে। ফলে জেলায় হাইব্রিড, ঊফশী ও স্থানীয় জাতের বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোল্ড ইনজুরির কারণে কৃষি বিভাগের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। অধিকাংশ জমিতে বীজতলা তৈরি করা হলেও অতিরিক্ত ঠা-ায় বীজের অঙ্কুরোদ্গম হয়নি। যেগুলো হয়েছে সেগুলোও শীতের কারণে জমিতে রোপণ করার পর গোড়ায় পচন ধরে শুকিয়ে মরে গেছে। মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ছিটমামুদপুর, লতিফপুর ও তরফপুর ইউনিয়নের নয়াপাড়া, তরফপুর ও পাথরঘাটা এলাকায় বোরো ধানের চারার গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে। এতে কৃষকেরা বেকায়দায় পড়েছেন। বাড়তি খরচ করে পুনরায় চারা (বীজ) কিনে জমিতে পচন ধরা চারার জায়গায় প্রতিস্থাপন করেছেন কৃষকরা। ওই এলাকার কৃষক লেহাজ উদ্দিন, জালেকা বেগম, সৈয়দ রুহুল আমিনসহ অনেকেই জানান, তারা প্রায় ১৫ দিন আগে ধান বুনেছিলেন। কিন্তু ধানের চারা মরে যাওয়ায় বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে ক্ষেতে পুনরায় ধানের চারা লাগাচ্ছেন। ওই এলাকায় প্রতি একর জমির ধান বুনতে হালচাষ, সার, শ্রমিক মজুরি ও ধানের চারা কিনতে প্রায় ২০ হাজার টাকা কৃৃষকরা আগেই ব্যয় করেছিলেন। পুনরায় ধান বুনতে একর প্রতি আরও ১০ হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, কোল্ড ইনজুরি দেখা দিলেও তা বোরো আবাদে তেমন প্রভাব পড়বে না। ধানের চারা মরে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×