ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ॥ ক্ষতিপূরণ পেল পরিবার

প্রকাশিত: ০৪:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ॥ ক্ষতিপূরণ পেল পরিবার

চট্টগ্রাম অফিস/ বোয়ালখালী সংবাদদাতা ॥ কাতারে সড়ক দুর্ঘটনায় মারা যান বোয়ালখালী উপজেলা সারোয়াতলী খিতাপচর গ্রামের মরহুম আমিনুর রহমানের ছেলে আবুল বশর (৫৪)। ২০১৬ সালের ১ জানুয়ারি মনদাগা সানাইয়া এলাকায় সড়ক পার হওয়ার সময় বাস চাপায় তিনি মারা যান। মৃত্যুর দুই বছর পর কাতার সরকার আইনী প্রক্রিয়া শেষে গত বছরের ৯ ডিসেম্বর দায়ী বাস কোম্পানিকে কাতারের প্রচলিত আইনে দুইলাখ কাতার রিয়েল ক্ষতিপূরণ ধার্য করে পরিশোধের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নিহতের স্ত্রী ও তিন ছেলের হাতে দুই লাখ রিয়েল বাংলাদেশী টাকায় ৪৫ লাখ ১০ হাজার টাকার পে-অর্ডার হস্তান্তর করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন। নিহতের চাচা প্রবাসী নুরুল আজিম জানান, আবুল বশর দীর্ঘ ১৭ বছর ধরে কাতারে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ কাতারের মনদাগা সানাইয়া এলাকার সুপার মার্কেটের একটি দোকানে কর্মরত অবস্থায় তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। চট্টগ্রামে ছাত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম সায়মা আক্তার (২১)। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সায়মা চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বুধবার রাতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়।
×