ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ হজ প্যাকেজের মিথ্যা আশ্বাস সম্পর্কে সতর্কবাণী

প্রকাশিত: ০৮:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বিশেষ হজ প্যাকেজের মিথ্যা আশ্বাস সম্পর্কে সতর্কবাণী

স্টাফ রিপোর্টার ॥ জেদ্দা বিমানবন্দরে ইচ্ছা করলেই কোন বাংলাদেশী হজযাত্রীকে বিশেষ মর্যাদা দিয়ে পৃথক গেট দিয়ে বের করে হোটেলে নেয়া যায়না। এখানে বাংলাদেশ সরকারের করারও কিছু নেই। হজযাত্রীদেরকে এ ধরনের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে বিশেষ প্যাকেজের টাকা না নেয়ার জন্য সতর্ক করলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিজনেস অটোমেশন লিমিটেডের উদ্যোগে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও একই সুরে হজ এজেন্সিগুলোকে সতর্ক করে বলেছেন, কোন ধরনের অনিয়ম মানা হবেনা। আমি দুর্নীতি করিনা, কাউকে দুর্নীতি করার সুযোগও দেবনা। তিনি বলেন- হজ ব্যবস্থাপনায় সফলতা অর্জনের জন্য প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয়। হজযাত্রী, হজ এজেন্সির হজগাইড, মোনাজ্জেম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, হজ প্রশাসনিক দল ও চিকিৎসক দলসহ হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ নেয়া আবশ্যক।
×