ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গভবনের সামনের রাস্তায় কিশোরীকে মারধরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল

প্রকাশিত: ০৮:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বঙ্গভবনের সামনের রাস্তায় কিশোরীকে মারধরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় বঙ্গভবনের সামনের রাস্তায় এক কিশোরীকে পুলিশের মারধরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে। কিশোরীকে মারধরের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বুধবার ত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ইউটিউবে পোস্ট করেন এক ব্যক্তি। তাতে দেখা গেছে, ব্যাগ নিয়ে রাস্তায় থাকা ওই কিশোরীকে একের পর এক চড় মারছে একজন পুলিশ। কিশোরী ওই পুলিশের প্যান্ট ধরার চেষ্টা করছে। কিশোরীর মাথা এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ওই পুলিশ। কিশোরীকে ঘিরে রাখা আরও দুই পুলিশের মধ্যে একজন হেঁচকা টানে তাকে একদিকে তুলে আনে। তখন তাদের সঙ্গে থাকা তৃতীয় জন ট্রাফিক পুলিশের সদস্য পাশে পড়ে থাকা ব্যাগ মেয়েটির হাতে দিয়ে রাস্তার একপাশে চলে যেতে বলে। মেয়েটি আবার সড়ক পার হওয়ার চেষ্টা করে। পুলিশ মেয়েটিকে বাইরে যেতে বলে। মেয়েটি তার ব্যাগ নিয়ে সড়কের এক পাশে গেলে এক পুলিশ ভিডিওধারণকারীর দিকে এগিয়ে যায়। বলে, ‘এই মিয়া, এই! ব্যাপার কি ভিডিও করতেছেন কেন?’ জবাবে ভিডিও ধারণকারী বলেন, আপনেরা মারতেছেন। আমি ভিডিও করতেছি। পরে একজন বলে, ওই মিয়া যান। বেয়াদব কোথাকার। আরেকজন এগিয়ে এসে বলে, এই মিয়া, এই মিয়া আপনি পাগল নাকি! ভিডিওটি পোস্টকারী ঘটনাস্থল ও এর সময় সম্পর্কে কিছু বলেননি। তবে ঘটনাটি বঙ্গভবনের সামনের রাস্তায় ঘটেছে বলে ভিডিওতে দেখা গেছে। বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, পুলিশ যে আচরণ করছে, সেটা কাম্য নয়। ঘটনা সম্পর্কে পুলিশের মতিঝিল বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, ওই সময় রাষ্ট্রপতির মুভমেন্ট ছিল। মেয়েটি রাস্তা থেকে সরছিল না। তাছাড়া তার কাছে একটা ব্যাগ ছিল, তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল।
×