ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায় নিয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৮:২০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

রায় নিয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতির বিষয়ে আদালতের রায় নিয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আইন সবার জন্যই সমান। কারও বিরুদ্ধে আদালতের কোন রায়ের বিষয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই। আওয়ামী লীগ সব সময় দেশের আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদী রাজনীতির প্রতিবাদে যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগ এই যুব সমাবেশের আয়োজন করে। জঙ্গীবাদী রাজনীতির প্রতিবাদে যুব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিজিএমই সাবেক সভাপতি আতিকুর ইসলাম, দলের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোঃ মামুন সরকার, সহসভাপতি ডিএম শামীম, মজিবুর রহমান বাবুল ও সহসম্পাদক এ্যাডভোকেট এ কে আজাদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। দেশের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার দলই দায়ী ॥ স্বাস্থ্যমন্ত্রী দেশের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দলই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার শাসনামলে জনগণ ন্যায়বিচার পায়নি।’ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
×