ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মায়ের মমতা দিয়ে রোগীর সেবা প্রদানের জন্য নার্সদের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৭:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

মায়ের মমতা দিয়ে রোগীর সেবা প্রদানের জন্য নার্সদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ মায়ের মমতা দিয়ে রোগীদের সেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল নার্সের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নার্সিং সেবার মান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে। সকল পর্যায়ের নার্সদের সঙ্গে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা করা হয়েছে। সিনিয়র নার্সিং কর্মকর্তাদের মাধ্যমে রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলা, রোগীদের নিজ হাতে ওষুধ খাওয়ানো এবং রোগীরা কেমন আছেন তা নিয়ে কুশলাদি বিনিময়ের জন্য নার্সদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের ৩য় ব্যাচের মেধাবী নার্সদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও প্রমুখ।
×