ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ০৭:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার ॥ আগের দিন কাতার এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৯ কেজি সোনা ধরার পরই খবর রটে যায়-আরও সোনা আসছে। কাস্টমস সদস্যরা ঠিক সেভাবেই প্রস্তুতি নেন এবং সত্যি সত্যিই সোনাসহ ধরা পড়ে এক ভারতীয় নাগরিক। তার নাম কুলদীপ সিং। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস হাউস। রিজেন্ট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আগত ওই যাত্রীকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস হাউসের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স৭৮৭) ওই ফ্লাইটে আগত ওই যাত্রীকে অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশি করে তার জুতা হতে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
×