ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

ল্যাঙ্গুয়েজ কর্নার

Communication Trainer Edmonton, AB, Canada ww w.yiahasan.com (পর্ব ॥ ২২৬) 10 phrases to ask someone to wait দৈনন্দিন জীবনে প্রায়ই আমাদের কোন কিছু বা কারো জন্য অপেক্ষা করতে হয়, আবার অনেক সময় আমরাও অপরকে অপেক্ষা করাই। তো যখন কাউকে অপেক্ষা করতে বলি তখন সাধারণত কার সাথে কথা বলছি এবং তখনকার পরিস্থিতি কি সেটার উপর ভিত্তি করেই আমরা শব্দচয়ন করি এবং tone এ variation আনি। এরকম পরিস্থিতিতে একই কথা কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে বলা যায় সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই ১০টি ভিন্ন বাক্য দেখে নেব আর এরপর কোন বাক্যটি কোন পরিস্থিতির জন্য উপযুক্ত সেটা দেখব। আশা করি পাঠকদের লেসনটি উপকারে আসবে। 1. Hang on a moment / a mo. 2. Give us a second. 3. Half a moment / a mo. 4. I’ll be right with you. 5. Sorry, I’m a bit tied up right now. 6. Wait and see/ Wait and see. 7. You’ll just have to be patient. 8. Give me a chance. 9. Don’t be so impatient. 10. We wish to apologies for the delay * এখানে ১, ২ ও ৩ নম্বর বাক্যগুলো informal, তবে polite। এখানে বোঝা যাচ্ছে যে আপনি এই মুহূর্তে ব্যস্ত, তবে কিছুক্ষণের মধ্যেই সাহায্য করতে পারবেন বলে আশা করছেন। * চতুর্থ বাক্যটি কাস্টমার সার্ভিস জনিত পরিস্থিতিতে খুবই কার্যকর, যখন আপনি আপনার কাস্টমারকে অল্প কিছু সময় অপেক্ষা করতে বলতে চান। * পঞ্চম বাক্যটি যথেষ্ট polite. আপনি বোঝাতে চাইছেন যে আপনি সত্যিই খুব ব্যস্ত, তবে একইসাথে তাকে/তাদেরকে অপেক্ষা করতেও বলছেন। * ষষ্ঠ বাক্যটি আমরা সাধারণত যখন কাউকে সারপ্রাইজ দিতে চাই তখন বলি। * সপ্তম ও অষ্টম বাক্য দুটি একটু কম polite. এখানে যার সাথে কথা বলছেন তিনি একটু অধৈর্য এরকম বোঝা যায়। * নবম বাক্যটি পুরোপুরি impolite. এখানে সরাসরি বলা হচ্ছে যে আপনি অপরপক্ষের অধৈর্য আচরণে বিরক্ত হচ্ছেন। * শেষ বাক্যটি সাধারণত আমরা এয়ারপোর্ট বা অত্যন্ত আনুষ্ঠানিক কোন সভায় শুনে থাকি। এটি পুরোপুরি ভড়ৎসধষ. Quote on life: ’Education is what remains after one has forgotten what one has learned in school. ~ Albert Einstein Dear learners, stay happy and make others happy
×