ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ সেলিম আদ্-দীন

এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি-২০১৮

প্রকাশিত: ০৬:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি-২০১৮

প্রধান শিক্ষক শিকড় আইডিয়াল স্কুল ১২২, মনেশ্বর রোড, ঝিগাতলা, ঢাকা। মোবাইল: ০১৯১৪২০৪২৯৩ বিষয় : গণিত প্রিয় শিক্ষার্থীরা, ‘শিকড় আইডিয়াল স্কুল-এর পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। “Reading maketh a full man; conference a ready man; and writing an exact man – ( Of Studies by Francis Bacon) গণিতে ভালো করার ক্ষেত্রে উক্তিটি তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ “এটাতো পারি, এটা করার দরকার নেই” এসব না ভেবে হাতে কলমে বারবার অনুশীলন করতে হবে তবেই তুমি সাফল্যের দ্বারপ্রান্তে পৌছতে সক্ষম হবে। গণিতে অ+ পাওয়ার জন্য করণীয় বিষয়সমূহ নিয়ে লিখছি- গণিতে অ+ পাওয়ার জন্য করণীয় বহুনির্বাচনী অংশঃ গণিতে অ+ প্রাপ্তির জন্য তোমাদের অবশ্যই সর্বোচ্চ সংখ্যক বহুনির্বাচনী প্রশ্ন সঠিক করতে হবে। এর জন্য তোমাদের করণীয় হল- প্রথমত, প্রতিটি অধ্যায়-এর শুরুতে যে আলোচনা রয়েছে তা ভালভাবে আয়ত্ব করতে হবে। দ্বিতীয়ত, উদাহরণের ছোটখাট সব অংক ভালোভাবে করতে হবে। তৃতীয়ত, মূল পাঠ্যবই-এর অংকগুলো করার পর প্রতিটি অধ্যায় -এর শেষে যে বহুনির্বাচনি গুলো রয়েছে সেগুলো অনুশীলন করতে হবে। চতুর্থত, পরিসংখ্যান সহ অন্যান্য অংশগুলোর সূত্রগুলো ভালোভাবে রিভিশন দিতে হবে। পঞ্চমত, বিগত বছরগুলোর বহুনির্বাচনি প্রশ্নগুলো অনুশীলন করতে হবে। ষষ্ঠত, এ বছরের সরকারি ও স্বনামধন্য স্কুলগুলোর নৈর্ব্যক্তিক প্রশ্ন সমাধান করতে হবে। এক্ষেত্রে, তোমরা টেস্ট পেপার সহায়ক হিসেবে ব্যবহার করতে পার। সর্বশেষ তোমাদের প্রস্তুতিতে পূর্ণতা যাচাইয়ের জন্য মডেল টেস্ট (বহুনির্বাচনী) অনুশীলন করতে পার। সৃজনশীল অংশ: এ অংশের জন্য প্রথমে তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণসহ মূল অংকগুলো ভালভাবে অনুশীলন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি অধ্যায়/অনুশীলনীর শেষে যেসমস্ত সৃজনশীল দেওয়া আছে সেগুলো ভালভাবে অনুশীলন করতে হবে। তৃতীয়ত, বিগত বছরগুলোর সৃজনশীল অংকগুলো ভালভাবে রিভিশন করতে হবে। চতুর্থত, সরকারি ও স্বনামধন্য স্কুলগুলোর নিবার্চনি পরীক্ষার সৃজনশীল অংকগুলো অনুশীলন করতে হবে। এক্ষেত্রে তোমরা ‘টেস্ট পেপার” সহায়ক হিসেবে ব্যবহার করতে পার। সর্বশেষ তোমাদের প্রস্তুতিতে পূর্ণতা যাচাই করার জন্য নি¤েœর মডেল টেস্ট (সৃজনশীল) টি অনুশীলন করতে পার।
×