ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্যাডগার্ল সোনম সমাজ সচেতন অভিনেত্রী

প্রকাশিত: ০৬:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮

প্যাডগার্ল সোনম সমাজ সচেতন অভিনেত্রী

সোনম কাপুর বলিউডে নায়িকা হিসেবে কাজ করছেন গত এক দশক ধরে। বাবা বিখ্যাত অভিনেতা অনিল কাপুর, চাচা বনি কাপুর প্রতিষ্ঠিত চিত্রপ্রযোজক, কাজিন অর্জুন কাপুরও নায়ক হিসেবে ইতোমধ্যে অনেক দূর এগিয়ে ছোট ভাই হর্ষবর্ধন কাপুরও অভিনয়ে নাম লিখিয়েছে ইতোমধ্যে, চাচি শ্রীদেবী একদা বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, তার কন্যা জাহ্নবিত্ত বলিউডে নায়িকা হিসেবে অভিষিক্ত হবে খুব শীঘ্রই। তেমন এক বিখ্যাত খান্দানের মেয়ে সোনম কাপুর এখন বলিউডের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশন দুরন্ত নায়িকা হিসেবে পরিচিত। ইতোমধ্যে সেরা অভিনেত্রী হিসেবে অনেক স্বীকৃতি পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। বলিউডের বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। ‘নিরজা’ ছবিতে অভিনয়ের অসাধারণ চমক দেখানোর পর এক বছর চুপচাপ ছিলেন সোনম। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হিন্দী সিনেমা ‘প্যাডম্যান’। জোরালো সামাজিক বক্তব্য প্রধান এ ছবিতে প্রথমবারের মতো অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এখানে সোনমকে একজন এনজিও কর্মী হিসেবে দেখা যাবে, যে বিভিন্ন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারীদের পিরিয়ডকালীন সময়ে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উদ্বুদ্ধ করে। মেয়েটির নাম রিয়া। ছবির নায়ক প্যাডম্যান লক্ষ্মী নারায়ণ রূপি অক্ষয় কুমার বিবাহিত ঘরে তার বউ থাকলেও এনজিও কর্মী প্রাণবন্ত তরুণী রিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় উদ্বুদ্ধকরণ কাজে নিয়োজিত হয়। ফলে তাদের মধ্যে এক ধরনের অন্তরঙ্গতা সৃষ্টি হয়। ‘প্যাডম্যান’ ছবিতে নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট সোনম কাপুর বলেন, ‘এ রকম একটি সমাজ সচেতনতামূলক সিনেমায় অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য ভাবছি। এখনও অনেক নারী তাদের ঋতুকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করে না, এ বিষয়ে তারা কারও সঙ্গে খোলামেলা আলাপও করে না, বরং ব্যাপারটি নিয়ে এক ধরনের অস্বস্তিতে থাকে। ‘প্যাডম্যান’ ছবিতে নারীদের ঋতুকালীন সময়ে প্যাড ব্যবহারের ব্যাপারে উদ্বুদ্ধ এবং সচেতন করা হয়েছে। আমি ছবিটিতে অভিনয়ের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেছি।’ ‘প্যাডম্যান’ ছবিতে অভিনয়ের বাইরেও ইদানীং ভক্ত-অনুরাগীদের আহ্বান জানিয়ে ৪০০ রুপি করে চাঁদা দিতে বলেছেন। প্রাপ্ত অর্থ দিয়ে একটি তহবিল গঠন করা হবে, প্রাপ্ত অর্থ দিয়ে এক বছরের জন্য দেশের বিভিন্ন জায়গায় নারীদের স্যানিটারি ন্যাপকিন কিনে দেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সোনম কাপুর। ওদিকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড আনন্দ আহুজার সঙ্গে প্রেমের পাঠ চুকিয়ে বিয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে গেছেন তিনি। শুরুতে কন্যার প্রেমিক নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকলে শেষ পর্যন্ত তাকে কন্যার হবু বর হিসেবে মেনে নিয়েছেন বাবা অনিল কাপুর। সোনমের মা সুনীতা কাপুরও আনন্দকে পছন্দ করেছেন। সোনমের ছোট ভাই হর্ষবর্ধন কাপুরও আনন্দকে খুব আপন করে নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে সোনম এবং প্রেমিক আনন্দ আহুজার বিয়ের সানাই বাজবে বলে ধারণা করা হচ্ছে। তখন সোনম অভিনীত প্রযোজিত নতুন ছবি ভিরে ডিওয়েডিং মুক্তি পাবে বলে জানা গেছে। বান্ধবীর বিয়ে উপলক্ষে চার তরুণীর একত্রিত হওয়ার মজার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিটি। এ ছবিতে সোনম কাপুর ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। ওদিকে সঞ্জয় দত্তের বায়োপিকে সোনমকে আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী টিনা মুনিমের ভূমিকায় দেখা যাবে। কিছুদিন আগে সোনম কাপুর শূটিং শুরু করেছেন। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত রোমান্টিক ধাঁচের সিনেমা ‘এক লাড়কি কো দেখা তো এ্যাওসা লাগা’র ছবিতে তার সঙ্গে পিতা অনিল কাপুরও অভিনয় করছেন। সোনমের বিপরীতে নায়ক হয়েছেন এই সময়ের আলোচিত অভিনেতা রাজকুমার রাও। সোনম কাপুরকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘নিরজা’ ছবিতে। জঙ্গী প্লেন হাইজ্যাকারদের হাতে অকালে প্রাণ হারানো ভারতীয় সাহসী বিমানবালা নিরজা বানোটের বায়োপিকে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। এ ছবিতে সোনমের অনবদ্য অভিনয় সবার হৃদয় ছুঁয়েছে। সুঅভিনয়ের জন্য তিনি প্রশংসা পেয়েছেন। বেশ অনেক পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন। নিরজা চরিত্রটি সোনমের অভিনয় জীবনে দুর্দান্ত এক চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ উতরেছেন তিনি চমৎকারভাবে। একজন অভিনেত্রী হিসেবে কতটা পরিপক্বতা অর্জন করেছেন তা যথাযথভাবে প্রমাণ করেছেন দুঃসাহসী এক তরুণী বিমানবালার চরিত্র রূপায়ণের মাধ্যমে। ‘নিরজা’ ছবির প্রধান সম্পদ সোনম কাপুরের দুর্দান্ত অভিনয় এ কথা সব বোদ্ধা, সমালোচক স্বীকার করেছেনও। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘নিরজা’ ছবিটি। মজার ব্যাপার হলো গত বছর অর্থাৎ ২০১৭ সালে সোনমকে নতুন কোন সিনেমায় দেখা যায়নি। অভিনীত কোন নতুন সিনেমা মুক্তি না পেলেও বছরজুড়ে নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের ফ্যাশন দুরস্ত এই সুন্দরী মেধাবী অভিনেত্রী। ৩২ বছর বয়সী সোনম বলিউডে অভিনেত্রী হিসেবে খুব বেশি ব্যস্ত কোন সময়েই ছিলেন না। ইতোমধ্যে নায়িকা হিসেবে তার ক্যারিয়ারের ১০ বছর কেটে গেছে। ‘সাওয়ারিয়া’ দিয়ে বলিউডে তার অভিষেক অভিনয়ে। সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক ধাঁচের এ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। প্রথম অভিনীত সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করতে না পারলেও অভিনেত্রী হিসেবে নিজেকে যথেষ্ট সম্ভাবনাময়ী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন সোনম। বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা অনিল কাপুরের কন্যা হিসেবে তার প্রতি দর্শকদের আগ্রহ ও কৌতূহল ছিল প্রচুর। কিন্তু তার অভিনীত ছবিগুলো একের পর এক ফ্লপ হওয়ায় সোনমের ক্যারিয়ার এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। বলিউডে ফ্লপ নায়িকার তকমা লেগে গিয়েছিল তার গায়ে। কিন্তু ‘দিল্লি সিক্স’, ‘আয়শা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘আই হেট লাভ স্টোরি’, ‘প্রেম রতন ধন পাও’, ‘নিরজা’ প্রভৃতি হিন্দী সিনেমায় সোনমের সপ্রতিভ উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছে তিনি ফ্লপ নায়িকা নন, তাকে সুযোগ দেয়া হলে অভিনয়ের দুর্দান্ত চমক দেখাতে পারেন।
×