ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভাল নয় ॥ পপি

প্রকাশিত: ০৬:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০১৮

চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভাল নয় ॥ পপি

সাদিকা পারভিন পপি। শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ ছবিতে অভিনয় করে পেয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই নতুনত্বের যুগে, একঝাক নতুনের ভিড়ে সময়ের সঙ্গে যখন হারিয়ে যাচ্ছেন এক সময়কার তুখোড় সব অভিনেতা-অভিনেত্রী। ঠিক সেই সময়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী নিজেকে যেন নতুন করে সাজিয়েছেন। নিজের ওজন কমিয়ে আগের চেয়ে আকর্ষণীয় হয়েছেন। ভিন্ন লুকে নতুন ছবি নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে যাচ্ছেন। সে ছবির প্রসঙ্গ ছাড়াও চলচ্চিত্রের বর্তমান অবস্থাসহ নানা বিষয়ে আনন্দকণ্ঠের সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভাল নয়। এটা আমরা জানি। এ জন্য সরকারীভাবে উদ্যোগ নিতে হবে। এদিকে চলচ্চিত্রের উন্নয়নের জন্য ভাল মেকার, কাহিনী লেখক, প্রোডাকশন হাউজ আসার পাশাপাশি সিনেমা হল সংস্কার করা খুব জরুরী বলে মনে করেন পপি। তিনি আরও বলেন, শিল্পীরা সব সময়ই ভাল কাজের জন্য প্রস্তুত থাকেন। আমিও এর বাইরে নই। যখন থেকে চলচ্চিত্রের ভাষা কিংবা কাজ বুঝতে শিখেছি তখন থেকে সবসময়ই ভাল কাজ করার চেষ্টা করেছি। এখনও ভাল কাজ করতে চাই। আর সস্তা কিছু করে দর্শকের মনে কষ্ট দিতে চাই না। সস্তা কিছু করলে আপনারা কি দেখবেন? নতুন ছবির প্রস্তাব পাই তবে মনের মতো ছবির গল্প খুঁজছি। এখন বছরে একটা ভাল কাজ হলেও সেটা নিয়ে এগুতে চাই। ভাল কাহিনীতে কাজ করতে চাই। কারণ মনের মতো কাজ হলে একটাই যথেষ্ট। দর্শকের মনে দাগ কাটার মতো চরিত্রগুলোতে কাজ করার ইচ্ছা আমার। সামনে ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ নামের নতুন দুটি ছবির কাজ শুরু হবে। দুটি ছবিই পরিচালনা করবেন শহীদুল হক খান। ‘টার্ন’ শিরোনামের নতুন এ সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন পপি। একটি স্বাভাবিক চরিত্র, অন্যটি প্রতিবন্ধী একটি মেয়ের চরিত্র। প্রতিবন্ধী কোন মেয়ের চরিত্রে পপি এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন। খুব শীঘ্রই ছবি দুটির শূটিং শুরু হবে বলে জানান পপি। নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে পপি বলেন, গতানুগতিক অনেক গল্পের চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসে। কিন্তু সেসব চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহবোধই করি না। ভিন্ন ধরনের গল্প, চ্যালেঞ্জিং চরিত্রেই আমি সবসময় কাজ করে আসছি। ‘টার্ন‘ চলচ্চিত্রের গল্প যেমন অসাধারণ ঠিক তেমনি প্রতিবন্ধী যে মেয়ের চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি তা অনেক চ্যালেঞ্জিং। এই ধরনের চরিত্রে কাজ করার স্বপ্ন ছিল আমার। এই চরিত্রে কাজ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এদিকে ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ ছাড়াও পপি আশাবাদী তার মুক্তি প্রতিক্ষীত অন্যান্য ছবি নিয়েও। সে তালিকায় আছে ‘শর্ট কাটে বড় লোক’, পৌষ মাসের পিরিতি, ‘জীবন যন্ত্রণা’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’সহ আরও বেশ কিছু ছবি। আগে যেমন চলচ্চিত্রে সরব ছিলেন, এখন তেমন নেই কেন? এ প্রসঙ্গে পপি বলেন, ছবি মেকিংয়ের সংখ্যাই কমে গেছে। আর ডিজিটাল নামে যে সব সস্তা ছবি হচ্ছে সেগুলো কি করলে আপনারা খুশি হবেন? ইন্ডাস্ট্রি ভাল করার জন্য কি পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করেন আপনি? আমাদের পদক্ষেপ নেয়ার কিছু নেই। সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে কিছু করা সম্ভব। ক্রিকেট আমাদের জাতীয় খেলা না কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় জন্য আজ বেশ জনপ্রিয়। প্রতিটি খেলোয়াড়ের নাম বাংলাদেশের ঘরে ঘরে সবাই জানে-চেনে। সরকার পদক্ষেপ নিলেই কেবল আগের অবস্থানে ফিরিয়ে নেয়া সম্ভব। কিছু দিন আগে পপিকে দেখা গেছে বসুন্ধরা এলপি গ্যাসের প্রচারণার ক্যাম্পেনে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা জনসচেতনতামূলক একটা কাজ। আমাদের শিল্পীদের এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থাকে। ‘এলপি গ্যাস ব্যবহারে প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’- এমন স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আয়োজিত এই সচেতনতামূলক প্রচারণায় আমি প্রধান অতিথি হিসেবে গিয়েছিলাম। আমরা প্রতিদিন নানা কাজে গ্যাসের ব্যবহার করি- বাসায়, অফিসে, কল-কারখানায়। কিন্তু গ্যাসের কারণে অনেক দুর্ঘটনা হয়। আমরা এর ব্যবহারবিধি অনেকেই জানি না। মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। সরকারীভাবে এবং সামাজিক উদ্যোগে অনেকেই কাজ করছেন এটা নিয়ে। আর এলপি গ্যাস তো নামি প্রতিষ্ঠান। তারা নিজের দায়িত্বের জায়গা থেকে এই কাজটি করেছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পেরে ব্যক্তিগতভাবে আমার অনেক ভাল লেগেছে। সমসাময়িক ব্যস্ততা কি নিয়ে? নতুন কয়েকটি কাজের প্ল্যান করেছি সেগুলোর প্রস্তুতি চলছে এবং রাজপথে নামের নতুন একটি ছবিতে সাইন করেছি। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে নায়ক জায়েদ খানকে। ছবিটি প্রসঙ্গে পপি বলেন, ‘রাজপথে’ ছবিটি নির্মিত হবে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। ছবিটিতে নিজেকে ফুটিয়ে তোলার মতো চরিত্র আছে। এ জন্যই এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।’ পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনাবন্ধু’। ছবি : আরিফ আহমেদ
×