ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্ডের প্রাথমিক ক্যাম্পে ৩৫ ফুটবলার

প্রকাশিত: ০৬:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮

অর্ডের প্রাথমিক ক্যাম্পে ৩৫ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দীর্ঘ ১৬ মাস পর শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কার্যক্রম। ২০১৬ সালের অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের মাটিতে সেই হারের পর জাতীয় দল আর খেলার উপলক্ষ পায়নি। সাফ ফুটবলকে সামনে রেখে সাত মাসের দীর্ঘ অনুশীলন করবে বাংলাদেশ। যার প্রথম পরীক্ষা ২৭ মার্চ লাওসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে। এ উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। প্রাথমিকভাবে নির্বাচিত ৩৫ ফুটবলার নিয়ে বিকেএসপিতে শুরু হবে এই ক্যাম্প। গত মৌসুমে ঘরোয়া লীগ টুর্নামেন্টে যারা ভাল পারফর্মেন্স করেছেন তাদেরই এই ক্যাম্পে রেখেছেন জাতীয় দলের কোচ এ্যান্ড্রু অর্ড। ৩৫ জনের মধ্যে ২৬ ফুটবলার নির্ধারিত সময়েই ক্যাম্পে যোগ দেবেন। বাকি ৯ জন ২১ ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন। প্রাথমিক তালিকায় ঢাকা আবাহনীর কোন খেলোয়াড়কে রাখা হয়নি। এএফসি কাপের জন্যই মূলত তাদের রাখেনি বলে সূত্রে জানা গেছে। প্রাথমিক তালিকায় চট্টগ্রাম আবাহনীর সর্বোচ্চ সংখ্যক ৯ খেলোয়াড় জায়গা পেয়েছেন। প্রাথমিক তালিকা ॥ মাহফুজ হাসান প্রীতম, মোঃ জাহিদ, পাশবন মোল্লা, মামুনুল ইসলাম, ফয়সাল মাহমুদ, তকলিস আহমেদ, বিপলু আহমেদ, মনজুর রহমান মানিক, সাদ্দাম হোসেন এ্যানি, মিতুল হাসান, ইয়াসিন খান, জাবেদ খান, আলী হোসেন, ফজলে রাব্বি, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, মতিন মিয়া, মোঃ ইব্রাহিম, মোঃ স্বাধীন, রহমত মিয়া, রহিম উদ্দিন, আবু সুফিয়ান সুফিল, নুরুল নাইয়ুম ফয়সাল, আশরাফুল ইসলাম রানা, জাহিদ হোসেন, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মোঃ আব্দুল্লাহ, জাফর ইকবাল এবং তৌহিদুল আলম সবুজ।
×