ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিদেশীয় টি২০ সিরিজ

ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮

ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় টি২০ সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। বুধবার হোবার্টে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে ইংলিশরা। জবাবে ম্যাক্সওয়েলের (৫৮ বলে ১০৩*) ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। তার আগে বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন এই অলরাউন্ডার। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে এ্যালেক্স হেলস ৯ ও অধিনায়ক মরগান ২২ রান করে আউট হন। মালানের ব্যাট থেকে আসে ৫০ রান। তার ৩৬ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা ছিল। শেষদিকে ক্রিস জর্ডানের ১১ বলে অপরাজিত ১৬ রানে ফাইটিং স্কোর পায় সফরকারীরা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে ৪ রান উঠতেই প্যাভিলিয়নে ফেরেন দুই ব্যাটসম্যান। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৪) ও চতুর্থ বলে আউট হন ক্রিস লিন (০)। দু’জনই ইংল্যান্ডের বাঁ হাতি পেসার ডেভিড উইলির শিকারে পরিণত হন। এরপর দলকে লড়াইয়ে ফেরান ডি আর্চি শর্ট ও ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে ৪৮ বলে গড়েন ৭৮ রানের জুটি। ৩০ রানে আউট হন শর্ট। তবে অন্যপ্রান্তে চলে ম্যাক্স ঝড়। মাত্র ৫৮তম বলেই টি২০ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির স্বাদ নেয়ার পাশাপাশি জয়টাও নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। ১০ চার ও ৪ ছক্কায় ৫৮ বলে অপরাজিত ১০৩ রান করে হন ম্যাচসেরা। শনিবার মেলবোর্নে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে এই দু-দলই। স্কোর ॥ ইংল্যান্ড ॥ ১৫৫/৯ (২০ ওভার; মালান ৫০, মরগান ২২, ম্যাক্সওয়েল ৩/১০, এ্যাগার ২/১৫)। অস্ট্রেলিয়া ॥ ১৬১/৫ ( ১৮.৩ ওভার; ম্যাক্সওয়েল ১০৩*, শর্ট ৩০, উইলি ৩/২৮)। ফল ॥ অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)।
×