ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেটে নাঈম ইসলামের সেঞ্চুরি, আসিফের হ্যাটট্রিকও জেতাতে পারেনি রূপগঞ্জকে

হারে শুরু মোহামেডানের, প্রাইম ব্যাংক ও শেখ জামালের জয়

প্রকাশিত: ০৬:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮

হারে শুরু মোহামেডানের, প্রাইম ব্যাংক ও শেখ জামালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) বুধবার হ্যাটট্রিক ও সেঞ্চুরির দেখা মিলেছে বিকেএসপির ৪ নম্বর মাঠে। কিন্তু লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে বাঁহাতি স্পিনার আসিফ হাসানের হ্যাটট্রিক ও নাঈম ইসলামের অপরাজিত ১১৬ রানের পরও শেখ জামাল ধানম-ি ক্লাব ৩ রানের জয় তুলে নিয়েছে। আর শুরুতেই হোঁচট খেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে অলক কাপালির দুরন্ত ব্যাটিংয়ে মোহামেডানকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় কলবাগান কেসি আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৭২ রান তুলেছিল। মাত্র ৬৮ রানে ৫ উইকেট হারানোর পর তাইবুর রহমানের ৪৫ এবং ৭ নম্বরে নামা মাহমুদুল হাসানের অপরাজিত ৫০ রানে এ সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে মাত্র ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় পায় প্রাইম ব্যাংক। দুই ওপেনার জাকির হাসান (৫৬) ও মেহেদী মারুফ (৫১) ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। এরপর কুনাল চান্দেলার ৪১ রানের অপরাজিত ইনিংসে জয় পায় প্রাইম ব্যাংক। বিকেএসপির ৪ নম্বর মাঠে আসিফের হ্যাটট্রিকের পরও শেখ জামাল ৯ উইকেটে ২৩০ রান তোলে। নুরুল হাসান ৯০, হাসানুজ্জামান ৪৯ রান করেন। আসিফ ইনিংসের নবম ওভারের শেষ দুই বলে পিনাক ঘোষ ও সৈকত আলীকে এবং ১১তম ওভারের প্রথম বলে হাসানুজ্জামানকে আউট করে হ্যাটট্রিক করেন। জবাবে রূপগঞ্জ ৫৬ রানেই ৫ উইকেট হারায়। পরে নাঈম ইসলাম ১১৬ বলে ৮ চার, ৪ ছক্কায় ১১৬ রানের অপরাজিত এবং নাজমুল মিলন ৫২ রান করেন। তবুও ৮ উইকেটে ২২৭ রানে থামে রূপগঞ্জ। অন্য ম্যাচে শামসুর রহমান শুভর ৮৫ এবং পাক ওপেনার সালমান বাটের ৬২ রানে ভর দিয়ে ৮ উইকেটে ২৩০ রান তুলেছিল। কিন্তু অলক কাপালির ৯১ বলে ৬ চার, ৪ ছক্কায় করা হার না মানা ৯৫ এবং সিম্পসনের ৩৯ ও সোহরাওয়ার্দীর অপরাজিত ৩০ রানে ৪৭.২ ওভারে ৫ উইকেটে ২৩২ রান তুলে জয় ছিনিয়ে নেয় ব্রাদার্স। স্কোর ॥ মোহামেডান-ব্রাদার্স ॥ মোহামেডান ইনিংস ॥ ২৩০/৮; ৫০ ওভার (শামসুর ৮৫, সালমান ৬২, রকিবুল ২৭; সোহরাওয়ার্দী ২/৪০)। ব্রাদার্স ইনিংস- ২৩২/৫; ৪৭.২ ওভার (অলক ৯৫*, সিম্পসন ৩৯, সোহরাওয়ার্দী ৩০*; এবাদত ২/৩১, অনিক ২/৪২) ফল ॥ ব্রাদার্স ইউনিয়ন ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ অলক কাপালি (ব্রাদার্স ইউনিয়ন)। শেখ জামাল-রূপগঞ্জ ॥ শেখ জামাল ইনিংস ॥ ২৩০/৯; ৫০ ওভার (নুরুল ৯০, হাসানুজ্জামান ৪৯; আসিফ ৩/২৯, মোশাররফ ২/৪১)। রূপগঞ্জ ইনিংস ॥ ২২৭/৮; ৫০ ওভার (নাঈম ১১৬*, নাজমুল মিলন ৫১; আবু জায়েদ ৪/৪২, গাজী ২/৪২) ফল ॥ শেখ জামাল ধানম-ি ক্লাব ৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নুরুল হাসান সোহান (শেখ জামাল)। প্রাইম ব্যাংক-কলাবাগান ॥ কলাবাগান ইনিংস ॥ ১৭২/৮; ৫০ ওভার (মাহমুদুল ৫০*, তাইবুর ৪৫, আশরাফুল ১৪; দেলোয়ার ৩/৩২, শরীফুল ২/৩১)। প্রাইম ব্যাংক ॥ ১৭৩/৩; ৩৬ ওভার (জাকির ৫৬, মারুফ ৫১, কুনাল ৪১*; আশরাফুল ১/২৪, মুক্তার ১/২৭)। ফল ॥ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ দেলোয়ার হোসেন (প্রাইম ব্যাংক)।
×