ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মান কাপের শেষ চারে বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৬:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৮

জার্মান কাপের শেষ চারে বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ বেয়ার্নের জয়রথ ছুটছেই। জার্মান বুন্দেস লিগায় রাজত্ব করা বেয়ার্ন মিউনিখ এবার জার্মান কাপেও উড়ছে। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কেটেছে তারা। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জাপ হেইঙ্কেসের দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছে তৃতীয় বিভাগের দল প্যাডারবর্নকে। সেইসঙ্গে রেকর্ড ১৯তম জার্মান কাপের শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে বেয়ার্ন মিউনিখ। তাদের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে বেয়ার লেভারকুসেনও। মঙ্গলবার দিনের অন্য কোয়ার্টার ফাইনালে তারা ৪-২ গোলে পরাজিত করে ওয়ের্ডার ব্রেমেনকে। মঙ্গলবার প্যাডারবর্নের মাঠে আতিথ্য নেয় বেয়ার্ন মিউনিখ। জার্মানির তৃতীয় বিভাগের দলটির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে জাপ হেইঙ্কেসের শিষ্যরা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ১৯ মিনিট পর্যন্ত। দারুণ এক গোলে সফরকারী সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার উপলক্ষ এনে দেন কিংসলে কোম্যান। প্রথম গোলের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই গোল ব্যবধান দ্বিগুণ করে বেয়ার্ন। গোলদাতা এবার দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডোস্কি। ২৫ মিনিটে গোল করেন বেয়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এটা তার ২৫তম গোল। প্রথমার্ধের ৪২ মিনিটে স্বাগতিকদের জালে আবারও গোল করেন জোশুয়া কিমিচ। এই গোলের সৌজন্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানির ইতিহাসের সবচেয়ে সফল দলটি। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে বেয়ার্নের গোলোৎসব। ৫৫ মিনিটে সফরকারীদের গোল ব্যবধানটা বাড়িয়ে দেন কোরেন্টিন তোলিসো। এরপর ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল সফরকারীরা। কিন্তু ম্যাচের শেষের দিকে দেখা যায় আরিয়ান রোবেনের বাজিমাত। মাত্র দুই মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান তিনি। ৮৬ এবং ৮৮ মিনিটে দলের পঞ্চম এবং ষষ্ঠ গোলটি করেন বেয়ার্ন মিউনিখের এই ডাচ্ ফুটবলার। তার দুর্দান্ত গোলের সৌজন্যেই বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করে বেয়ার্ন। জার্মান কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল বেয়ার্ন মিউনিখ। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮ বারের চ্যাম্পিয়ন তারা। এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে কেবল ওয়ের্ডার ব্রেমেনের। তবে গত বছর জার্মান কাপের শিরোপা উৎসব করেছিল বরুসিয়া ডর্টমুন্ড। তাই এবার রেকর্ড ১৯তম শিরোপা জিততে মরিয়া বেয়ার্ন। কোয়ার্টার ফাইনাল জিতেই বার্লিনে ফাইনাল খেলার স্বপ্নের কথা জানিয়ে দেন রোবেন। এ প্রসঙ্গে ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বার্লিনে যাওয়ার পথে আর মাত্র একটি মাত্র জয়ের প্রয়োজন। এবার সত্যিই ডাবল জিততে চাই আমরা। প্যাডারবর্নের বিপক্ষে ম্যাচ জিতে আমরা খুবই আনন্দিত। সত্যি কথা বলতে এটা ছিল দলীয় প্রচেষ্টার ফসল। ম্যাচে দুর্দান্ত কিছু গোলের সুযোগ তৈরি করেছি আমরা এমনকি সেগুলোর ফিনিশিংও হয়েছে অসাধারণ।’ আগামী ১৯ মে বার্লিনে অনুষ্ঠিত হবে জার্মান কাপের ফাইনাল। তাদের চোখ এখন সেদিকেই। তবে জাপ হেইঙ্কেসের দৃষ্টি এখন জার্মান বুন্দেস লিগায়। শনিবারের শালকের ম্যাচে। কিন্তু সেই ম্যাচে টমাস মুলারকে না পেতে পারে বেয়ার্ন। কেননা প্যাডারবর্নের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে যে মাঠ ছাড়তে হয় তাকে। তবে বেয়ার্ন কোচ মুলারকে লীগ ম্যাচে পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস শালকের বিপক্ষে ম্যাচের আগেই সে পুরোপুরি ঠিক হয়ে যাবে।’ এদিকে মঙ্গলবার বেয়ার্ন মিউনিখের সঙ্গে জার্মান কাপের শেষ চারের টিকেট কেটেছে বেয়ার লেভারকুসেনও। নিজেদের মাঠে এদিন তারা ৪-২ গোলে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সফল দল ওয়ের্ডার ব্রেমেনকে।
×