ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুযোগ কাজে লাগাতে চান মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

সুযোগ কাজে লাগাতে চান মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ সুযোগ ধরা দিয়েছে। সিরিজ জেতার সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতলেই, বাংলাদেশ সিরিজ জিতে যাবে। চট্টগ্রাম টেস্টে ড্র করার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিতলেই ১-০ ব্যবধানে সিরিজ জেতা হবে। বাংলাদেশ জেতার সুযোগ কাজেও লাগাতে চায়। সেই সঙ্গে ২০১৪ সালের পর যে কোন টেস্ট সিরিজ জেতা হয়নি, সেই অপূর্ণতাও ঘুচিয়ে দিতে চায়। বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদই যেমন বলেছেন, ‘অবশ্যই। প্রথম ম্যাচে আমরা যে পজিশনে ছিলাম অনেকটা কঠিন পরিস্থিতি থেকে ড্র বের করে নিয়েছি। এবং এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। যেটা মেনশন (২০১৪ সালের পর টেস্ট সিরিজ না জেতা) করলেন টেস্ট সিরিজ জেতা হয়নি, এটা ভাল একটা সুযোগ। সব প্লেয়াররাই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভাল আসবে।’ মিরপুরে খেলা। এ স্টেডিয়ামে স্পিনাররাই বেশি সুবিধা পায়। মাহমুদুল্লাহও তাই মনে করছেন, ‘যদি এ্যাপ্রোচের কথা বলি। একই রকম এ্যাপ্রোচে খেলব, পজেটিভ ইনটেন্ড থাকবে। চট্টগ্রামেও ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ছিল, আক্রমণাত্মক ছিল। একই মনোভাব থাকবে। আর পিচের কথা যদি বলি, দেখে মনে হয়েছে শুষ্ক পিচ। আমার মনে হয় এই উইকেটে রেজাল্ট আশা করতে পারি। এবং স্পিনারদের জন্য সহায়ক হবে। নরমালি আমরা ঢাকায় যে ধরনের উইকেট দেখতে পাই। ট্রাই নেশন সিরিজেও দেখবেন বোলারদের জন্য মোটামুটি হেল্প ছিল। ঢাকার উইকেটে কিছু না কিছু হেল্প থাকে বোলারদের জন্য। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমি সব সময় বলি ব্যাটসম্যানদের ইন্টেন্ড অনেক গুরুত্বপূর্ণ। ইন্টেন্ড ঠিক রেখে যদি স্কিল প্রয়োগ করতে পারি আশা করি কাজে দেবে ইনিংস বিল্ড করার জন্য।’ এমন উইকেটে সাকিব আল হাসানের অভাব তো ভালভাবেই অনুভূত হওয়ার কথা। মাহমুদুল্লাহও তাই মানছেন, ‘সত্যি কথা বলতে গেলে সাকিবের অভাব পূরণ করা অবশ্যই চ্যালেঞ্জিং। ও আমাদের অন্যতম চালিকাশক্তি। ওর কারণে দলের ভারসাম্য থাকে। কারণ সে একইসঙ্গে বিশ্বমানের ব্যাটসম্যান ও বিশ্বমানের বোলার। সবদিক থেকে কমপ্লিট প্লেয়ার। তারপরও আমাদের যে স্পিন এ্যাটাক আছে, তাদের উপর আমার বিশ্বাস আছে, হয়ত বা তার অভাবটা পূরণ করতে পারব। সাকিবের চোট নিয়ে ফিজিও কাজ করছে। আশা করছি সে শীঘ্রই ফিরে আসবে।’ ম্যাচ বা সিরিজ জেতার চাপ আছে? মাহমুদুল্লাহকে প্রশ্ন করতেই জানান, ‘না আমার কাছে চাপ তো সব সময়। আন্তর্জাতিক ক্রিকেটে যে ধরনের ম্যাচই খেলবেন, চাপ তো থাকবে। আমার কাছে মনে হয় স্কিলগুলোর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে এবং চ্যালেঞ্জটা নিতে যদি আপনি উদগ্রীব থাকেন এটা ইতিবাচকভাবে কাজে দেবে। আমি এটাই বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের সব প্লেয়াররা এভাবেই দেখছে।’ শ্রীলঙ্কা ওয়ানডের চেয়ে টেস্টে বেটার। শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমালও তাই বলেছেন। মাহমুদুল্লাহ কী ভাবছেন? তিনি বলেছেন, ‘উনার (চান্দিমাল) মতামত উনি দিয়েছে। আমার মনে হয় আমাদের দল ভাল। আমরা সব সময় বিশ্বাস করি আমাদের ঘরের মাঠে আমরা ভাল দল। যদি আমাদের স্কিলগুলো ভাল প্রয়োগ করতে পারি, মনে হয় খুব ভাল কম্পিটিশন হবে। চট্টগ্রাম টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও বোলাররা তাদের স্কিল শো করতে পারেনি। যদিও ওভারঅল ওটা ভাল টেস্ট ছিল।’ স্পিন উইকেট থাকা মানে রঙ্গনা হেরাথের চোখ রাঙ্গানি দেখতে হবে। দিলরুয়ান পেরেরার ঘূর্ণি বলগুলো সামলাতে হবে। বাংলাদেশ ব্যাটসম্যানরা কী প্রস্তুত? নিজ দলের ব্যাটসম্যানদের স্কিলের প্রশংসাই করলেন মাহমুদুল্লাহ, ‘হ্যাঁ অবশ্যই তাদের প্রতি সম্মান রাখতে হয়। (রঙ্গনা) হেরাথ খুব অভিজ্ঞ, দিলরুয়ান (পেরেরা) খুব ভাল মানের বোলার। তাদের ওইরকম কোয়ালিটি আছে দেখেই ব্যাটসম্যানদের (ব্যাটিং পিচেও) ভোগান্তি দিতে পারে। কিন্তু আমার মনে হয় একইসঙ্গে আমাদের ব্যাটসম্যানরাও স্কিলফুল। দিনে দিনে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভাল হচ্ছে। সেদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় মাঠে কীভাবে প্রয়োগ করি আমাদের পরিকল্পনাগুলো।’ সঙ্গে যোগ করেন, ‘যেটা বললেন ঢাকা টেস্টে সব সময় রেজাল্ট দেখতে পারি, এটা ভাল। আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন, স্কিল কাজে লাগান আপনার দিকে রেজাল্ট যাবে। যদি অনেক ভুল করেন বিপক্ষ দল এগিয়ে থাকবে। আর আমরা সব বোলারকে সেইরভাবে দেখছি। কাউকে নিয়ে আলাদা কিছু না। হেরাথ অনেক অভিজ্ঞ, তার চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’ চট্টগ্রামে আব্দুর রাজ্জাককে রেখেও খেলানো হয়নি। মিরপুরে কী খেলানো হবে? মাহমুদুল্লাহ বলেন, ‘উনি (রাজ্জাক) খুব বিবেচনায় আছেন খেলার জন্য। তারপরও আমরা একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব। আর বোলিং কম্বিনেশন, আমরা আসলে ভিন্নকিছু ভাবছি। ভিন্ন কোন বোলার যদি খেলাতে পারি। ওটা দেখার বিষয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’ র‌্যাঙ্কিং নিয়ে কোন চিন্তাভাবনা আছে? মাহমুদুল্লাহ তা নিয়ে ভাবতে চান না, ‘প্রথম কথা হচ্ছে র‌্যাঙ্কিংয়ের বিষয়টা হচ্ছে, ভাল করে ম্যাচ জেতেন এটা আপনার দিকে আসবে। অবশ্যই সুযোগ। আর একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের জন্য জেতা হলো। র‌্যাঙ্কিং নিয়ে অতটা ভাবছি না। জিতলে অবশ্যই এটা ফেভার করবে।’
×