ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস

মাদারীপুরে যুবক, বগুড়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

মাদারীপুরে যুবক, বগুড়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদারীপুরে যুবক ও বগুড়ায় একজন মাদ্রাসা শিক্ষক গ্রেফতার হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, এবার এসএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁসের অন্যতম হোতা ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী জোবায়দুল ইসলাম মিঠু নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার সময় এই ঘটনা ঘটে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সকালে ঈগল পরিবহনে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় জোবায়দুল ইসলাম মিঠু নামে এক যুবক মাদারীপুরের মস্তফাপুর এলাকায় আসে। সে এসএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র প্রশ্ন মোবাইলে ফেসবুক দিয়ে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে সরবরাহ করছিল। এ সময় তার পাশের সিটে বসা অপর যাত্রী লিটন বৈরাগী প্রশ্নফাঁসের বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানায়। তখন স্থানীয়রা পরিবহনটি আটক করে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম ও সদর থানা পুলিশকে খবর দেয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে প্রশ্নের কপিসহ তাকে আটক করে। আটককৃত ওই যুবক ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বরগুনা জেলার আমতলী উপজেলার সবুজবাগ এলাকার আবদুস ছাত্তার চোকদারের ছেলে বলে দাবি করেছে। সে একটি ফেসবুক পেইজের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে পাঁচশ’ টাকার বিনিময়ে প্রশ্ন একজন ছাত্রকে দিত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। জোবায়দুল ইসলাম মিঠু সাংবাদিকদের জানান, ‘তিনি একটি ফেসবুক গ্রুপের সদস্য। ওই গ্রুপের মাধ্যমে তিনি টাকার বিনিময়ে পরীক্ষার সাজেশন দিতেন।’ ওই যুবক এই প্রশ্ন কিভাবে পেয়েছেন সেটা বের করার চেষ্টা করছে প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির মোবাইল চেক করে সত্যতা পাওয়া যায়। পরে আজকের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। একই সঙ্গে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন। বগুড়া ॥ সারিয়াকান্দিতে গতকাল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মোঃ ওমর ফারুক নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। জোরগোছা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক। মোঃ ওমর ফারুক গতকাল ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে বেলা ১১ টার দিকে সারিয়াকান্দি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে মোবাইল ফোনে প্রশ্ন দেখে উত্তর তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করছিলেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি ) আবদুল কাদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বাইরে ওই শিক্ষককে দেখে সন্দেহ হয়। পুলিশকে খবর দিয়ে তাকে আটক করা হয়। পরে তার মোবাইল ফোন জব্দ করে দেখা যায় ইংরেজী দ্বিতীয় পত্রের প্রশ্নের ক ও খ সেটের সঙ্গে হুবহু মিল রয়েছে। জানা গেছে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে। মোবাইল ফোনে তাদের অসংখ্যবার কথা হয়েছে। মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে।
×