ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

স্পন্দনের দুই যুগপূর্তিতে নৃত্যনাট্য মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

স্পন্দনের দুই যুগপূর্তিতে নৃত্যনাট্য মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ স্বর্গের সুরলোক সভাপ্রধান গন্ধর্ব সৌরসেনের প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। উদাসী সৌরসেন আনমনা হলে তার মৃদঙ্গের তাল যায় কেটে। উর্বশীদের নাচে পড়ে বাঁধা। ইন্দ্রানীর কপাল হয়ে ওঠে লাল। সুরসভার অভিশাপে সৌরসেনের দেহ ও মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। তাকে পাঠানো হয় মর্ত্য।ে অরুণেশ্বর নামে তার জন্ম হয় গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রানীর পায়ে মাথা ঠেকিয়ে বলে, আমাদের বিচ্ছেদ ঘটিয়ো না, আমাকে পাঠিয়ে দাও মর্ত্য।ে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শাপমোচন’ এমনই নানা আবেগ ও ঘন-ঘটনার প্রতিফলন। এ নৃত্যনাট্যে দর্শকদের সামনে উঠে আসে অরুণেশ্বর ও কমলিকার প্রেম-বিরহের ঘটনাপ্রবাহ। দেশের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন স্পন্দনের দুই যুগপূর্তি অনুষ্ঠানে নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয় বুধবার সন্ধ্যায়। স্পন্দন পরিবেশিত এ নৃত্যনাট্যের নির্দেশনায় ছিলেন মিনু হক। যুগপূর্তির এ আয়োজনে ছিল কথামালা, নাচ ও নৃত্যনাট্য। রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কথামালায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক ড. রফিকুল ইসলাম, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্দনের সভাপতি রেজাউর রহমান সিন্হা। সংগঠনের সাধারণ সম্পাদক মানস বোস বাবুরামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কথামালা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা অনিক বোস। এর আগে ঢাকের বাদ্যের সঙ্গে ছিল সংগঠনের শিল্পী, শিক্ষার্থী ও অভিভাবকদের শোভাযাত্রা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নৃত্যানুষ্ঠান। এ পর্বের শুরুতে নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ‘ঝুম ঝুম ঝুমরা নাচে কে এলোগো’ গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করে অঙ্গ সংগঠন পল্লবী ড্যান্স সেন্টারের শিল্পীরা। ‘পুরনো সেই দিনের কথা’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দনের শিক্ষার্থীরা। এরপর ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শিল্পীরা। এরপর শুরু হয় কথামালা পর্ব। এ পর্বের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা। আলোচনা শেষে মীনু হকের নির্দেশনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শাপমোচন’ পরিবেশন করে স্পন্দনের শিল্পীরা। এরপর সংগঠনের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার উদ্বোধন আজ ॥ প্রতি বছরের ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশে অনুষ্ঠানমালার উদ্বোধন আজ বৃহস্পতিবার। জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানান, বিকেল ৪টায় ১৪ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সাংবাদিক গোলাম সারওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোট সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখবেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জোটভুক্ত জাতীয়ভিত্তিক ফেডারেশনসমূহের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য নিবেদন, এক মিনিট নীরবতা, জাতীয় সঙ্গীত, একুশের গান, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, শিশু-কিশোর পরিবেশনা, পথনাটক পরিবেশিত হবে। গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে শিল্পী রুবিনা আক্তারের একক চিত্র প্রদর্শনী ॥ স্রষ্টার সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। পার্থিব জগতের সবকিছুই শিল্প। এটা শুধু ঘরের বাইরেই নয়, এই ধারণা থেকে বের হয়ে আসতে চেয়েছেন শিল্পী রুবিনা আক্তার। একজন শিল্পী তার শিল্পকর্মে একাকিত্ব, রাগ, ক্রোধের অপরূপ রূপ উপস্থাপন করে, এটাই শিল্পীর বিশ্বাস। আর এ কারণেই তার প্রদর্শনীর নাম রেখেছেন ‘বিউটিফুল এ্যাংগার’। শিল্পী তার একাকিত্বের সময়টাকে সঙ্গী হিসেবে পেয়েছে নিজের ভাল লাগার সকল চিত্রকর্মকে। শিল্পকর্মকে শুধু রং তুলির আঁচরে ফ্রেমের মধ্যে বন্দী রাখেনি। এর পাশাপাশি ছবির রঙের সঙ্গে মিল রেখে সৃষ্টি করেছে ঘরের বিভিন্ন প্রাত্যহিক দৈনন্দিন ব্যবহারের নানা প্রয়োজনীয় জিনিস। শিল্পী মনে করেন ঘরের ভিতরে ও বাইরে প্রতিটি ব্যবহার্য জিনিস ও ঘরসজ্জা সবকিছুই কোন না কোন শিল্পের প্রতিফলন। গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে শিল্পী রুবিনা আক্তারের ‘বিউটিফুল এ্যাংগার’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্র শিল্পী হাশেম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভি ও সাংবাদিক নাদিম কাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যালারি টোয়েন্টি ওয়ানের পরিচালক শিল্পী শামীম সুব্রানা। প্রদর্শনী চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এবং প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। শেষ হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় পথনাট্যোৎসব ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় পথনাট্যোৎসবের সমাপনী দিন ছিল বুধবার। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ৮ দিনব্যাপী এ উৎসবের এবারের স্লোগান ছিল ‘প্রগতির যাত্রাপথে মশাল জ্বালাও, ভাষা-কৃষ্টির শক্তি নিয়ে বিশ্ব কাঁপাও’। লোক নাট্যদলের নতুন প্রয়োজনা ‘সংবাদ নাট্য: ঐশী ও রূপা’ নাটকের উদ্বোধন হয় এদিন সন্ধ্যায়। সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে দলের অধিকর্তা লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দলের দুই সদস্য মাস্উদ সুমন ও রুবেল শঙ্কর।
×