ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

আগামী নির্বাচনে জিয়া পরিবারকে বাংলাওয়াশ করবে জনগণ

প্রকাশিত: ০৬:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

আগামী নির্বাচনে জিয়া পরিবারকে বাংলাওয়াশ করবে জনগণ

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন ১৪ দলের সংসদ সদস্যরা বিএনপি সন্ত্রাসীদের নৈরাজ্য মাঠে থেকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেছেন, শুধু এতিমের টাকা মেরে খাওয়া নয়, সারাবিশ্বে সর্বোচ্চ দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে জিয়া পরিবার। আর খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে ঘিরে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও কেন? জনগণের এ প্রশ্নের উত্তর খোদ বিএনপি নেতারাও বলতে পারছেন না। তাই আগামী নির্বাচনে দুর্নীতিবাজ জিয়া পরিবারকে বাংলাওয়াশ করবে জনগণ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আমানউল্লাহ, সরকারী দলের তানভীর ইমাম, ফজিলাতুন নেনা বাপ্পি, সোহরাব হোসেন, আবদুল মজিদ খান, আবদুর রহমান বদি, সিরাজুল ইসলাম মোল্লা, জাসদের নাজমুল হক প্রধান ও জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, সবদিক থেকে দেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকারের ৯ বছরে যে কাজ হয়েছে, তা অতীতের সব সরকারের সামগ্রিক কাজের চেয়ে বেশি। গ্রামীণ অর্থনীতি এখন অনেকটাই সবল। বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের বিকল্প কোন দল নেই যার কাছে আশ্রয় নিতে পারে ধর্মীয় সংখ্যালঘুরা। কিন্তু সংখ্যালঘুদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। কিন্তু জনগণ এসব বিশ্বাস করে না। এটা একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। তাই দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, আসুন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আবারও সম্মিলিতভাবে নৌকায় ভোট দিই। সরকার দলীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কিভাবে সংবিধান সমুন্নত রেখে দেশের গণতন্ত্র অব্যাহত রাখা যায়। জনগণ এখন জঙ্গীবাদের বিরোধীতায় উজ্জীবিত। এই সাফল্য প্রশাসনের। এই সাফল্য সরকারের। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি চেয়ারপার্সনের রায়কে ঘিরে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও কেন? জনগণের এ প্রশ্নের কোন উত্তর বিএনপি নেতারা দিতে পারেন না। বিএনপি সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে আমরাও মাঠে থাকব, দেশের জনগণের জানমাল রক্ষা করব। সংরক্ষিত মহিলা আসনের এমপি ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, বিশ্বের তৃতীয় সৎ ও কর্মঠ প্রধানমন্ত্রীর স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
×