ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রায়ের আগে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৬:০১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

রায়ের আগে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রায়ের আগে মায়াকান্না করে আদালতকে বিব্রত, বিভ্রান্ত করতে চেষ্টা করা হচ্ছে। রায়ের আগে সংবাদ সম্মেলন করা পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। মামলার রায় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অপরাধের বিরুদ্ধে। সন্ত্রাসের মাধ্যমে দুর্নীতি ঢাকা যাবে না। এই মামলার রায়কে কেন্দ্র করে অরাজকতা কিংবা নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে। আর খালেদা জিয়ার রায়ের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার অভিযোগ নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, রায়কে আইনীভাবে মোকাবেলা না করে, আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে খালেদা জিয়া অপরাজনীতির কৌশল অবলম্বন করেছেন। নিজের অপরাধকে ঢাকার জন্য পুরো জাতিকে জিম্মি করে বিদ্বেষমূলক বক্তব্য উপস্থাপন করেছেন। খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি নিরপরাধ হলে আদালতে গিয়ে প্রমাণ করুন। আদালত তো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, আদালত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই ওবায়দুল কাদের খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলার লিখিত বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন। ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেক ইনফরমেশন আছে, বিভিন্ন জেলা-উপজেলা থেকে তথ্য আছে- তারা নাশকতা করার সরঞ্জাম জড়ো করছে এবং নাশকতামূলক কর্মকা- হতে পারে। এই তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশকে সতর্ক হতে হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সারাদেশে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি ॥ পাবনা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আদালতের বিরুদ্ধে কোন আন্দোলন হতে পারে না। তাদের আন্দোলনের হুমকি অচিরেই ফাঁকা বুলিতে পরিণত হবে। বিএনপির মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। বিএনপির হুমকিকে আওয়ামী লীগ পাত্তা দেয় না। বুধবার পাবনা পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিশে^র কোথায় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হয় না। ভারতের জয়ললিতা ও লালু প্রসাদ যাদবের মতো বড় নেতাদের বিরুদ্ধে আদালতের রায় হলেও সেখানে কোন বিশৃঙ্খলা হয়নি। বিএনপির হুমকিকে আওয়ামী লীগ পাত্তা দেয় না।
×