ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ সকাল থেকে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৬:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

আজ সকাল থেকে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ ঘোষিত কোন কর্মসূচী না থাকলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়ের দিন আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশেই সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সকাল থেকেই দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়সহ দলের থানা, ওয়ার্ড কার্যালয়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নেবে। ৫ জানুয়ারির মতো বিএনপি-জামায়াতকে নির্বিচারে দেশে অগ্নিসন্ত্রাস-নাশকতা চালানোর সুযোগ দেবে না ক্ষমতাসীন দলটি। রায়কে কেন্দ্র করে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোট মাঠে নেমে যাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব অবস্থান থেকে আওয়ামী লীগও মাঠে থাকবে। তবে বিএনপি-জামায়াতের কোন ধরনের উস্কানির ফাঁদে পা না দেয়ার জন্যও দলের তৃণমূল নেতাদের হাইকমান্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিকরাও আজ নিজ নিজ কার্যালয়ে সতর্ক অবস্থানে থাকবে বলে জানা গেছে। দলের একাধিক নীতিনির্ধারক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে দলের সকল পর্যায়ে এ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। তবে আগ বাড়িয়ে কোন উস্কানি বা সাংঘর্ষিক পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগরসহ দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। জানা গেছে বিএনপি অরাজকতা, বিশ্ঙ্খৃলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেটা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী দেখবে। এর জন্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী প্রস্তুত রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজন হলে যে কোন পরিস্থিতি মোকাবেলায় যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায় সে জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তারা মহানগর, থানা, ওয়ার্ড কার্যালয়, মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায় সকাল থেকেই সতর্ক অবস্থান নেবেন। আওয়ামী লীগের এমন অবস্থানের কথা উল্লেখ করে দলীয় এক যৌথসভায় বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সতর্ক পাহারায় সজাগ থাকবে। যেকোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করবে। আমরা পাল্টাপাল্টি কোন প্রকার কর্মসূচীর প্রস্তুতি নেইনি। আমাদের সহযোগী ও মহানগর নেতাদের বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে কোন প্রকার উস্কানি যেন না হয়। আমরা যেন কোন প্রকার উস্কানি না দেই। এ প্রসঙ্গে আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতার অভিমত হচ্ছে, বিএনপি প্রধানের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কোন দলীয় কর্মসূচী নেই। তবে বিএনপির দিক থেকে বিভিন্ন ধরনের উস্কানি দেয়া হচ্ছে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির হুমকি দেয়া হচ্ছে। এ কারণেই আইন-শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতেই এই সতর্ক অবস্থানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার রায় হবে এটা আওয়ামী লীগের তো কোন বিষয় নয়। আর অস্থিতিশীল পরিস্থিতি হলে সেটা আইন-শঙ্খলা রক্ষাবাহিনী দেখবে। তবে যেহেতু বিএনপি আগে থেকেই নানা ধরনের উস্কানি দিচ্ছে, তাই দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের দলের নেতাকর্মীরা সতর্ক থাকবে। কোন ধরনের নাশকতার চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষার জন্য তারা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহায়তা করবে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, আমাদের দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে। সকাল থেকেই মহানগরের কার্যালয়সহ সকল থানা, ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক অবস্থান করবেন। কোথাও কোনো অরাজকতা তৈরি হলে নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহযোগীতা করবে। দলের কেন্দ্র থেকে আমাদের এ ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমরা সকল থানা, ওয়ার্ডের নেতাদের কাছে এই নির্দেশনা পৌছে দিয়েছি। তারা সে অনুযায়ি চলবে। নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের নামে এবং পরবর্তীতে সরকার উৎখাতের কর্মসূচীর নামে বিএনপি-জামায়াত জোটের ভয়াল অগ্নিসন্ত্রাস, নাশকতা, পেট্টোল বোমা মেরে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা ও দেশের সম্পদ বিনষ্টের অশুভ তৎপরতার কথা দেশবাসী কখনো ভুলে যাবে না। বিএনপি-জামায়াত জোটের ভয়াল নাশকতার বিষয়টি মাথায় রেখে এবং অতীতের মতো চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা জনগণের কোনো ক্ষতি করতে না পারে সেজন্যই আওয়ামী লীগ ঢাকাসহ সারাদেশেই সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের একাধিক শীর্ষ নেতা জানান, আমাদের দলীয় কোনো কর্মসূচী নেই। তবে দলের নির্দেশ অনুযায়ি সকল পর্যায়ে নেতাকর্মী সতর্ক অবস্থানে থাকবে। কেউ কোনো ধরণের বিশৃঙ্খলা যাতে তৈরি করতে না পারে সে দিকে লক্ষ্য রাখা হবে। মহানগরের ওয়ার্ড থানাসহ সকল ইউনিট সতর্ক অবস্থানে থাকবে। আমাদের কোনো কর্মসূচী নেই। কিন্ত দলীয় কার্যালয়সহ রাস্তায় নেতাকর্মীরা দৃশ্যমানই থাকবে। কোনো বিশৃঙ্খলা, নাশকতার চেষ্টা হলে তারা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহযোগীতা করবে। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, সংগঠনের প্রতিটি নেতাকর্মী বিশ্ববিদ্যালয়, কলেজসহ নিজ নিজ ইউনিটে অবস্থান করবে, সতর্ক থাকবে। এই রায়কে কেন্দ্র করে কেউ যদি আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তখন আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহযোগীতা করা হবে। আমাদের কোনো কর্মসূচী নেই কিন্ত প্রত্যেক ইউনিটের নেতাকর্মীরাই সতর্ক থাকবে।
×