ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অপেক্ষায় বরিশাল ॥ আজ ৭৪ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীর অপেক্ষায় বরিশাল ॥ আজ ৭৪ প্রকল্প উদ্বোধন

ফিরোজ মান্না/খোকন আহম্মেদ হীরা, বরিশাল থেকে ॥ বরিশাল শহর সেজেছে নতুন রূপে। রং-বেরঙের বিদ্যুত বাতির আলোর মালা পরে দাঁড়িয়ে আছে স্থাপনাসহ বৃক্ষরাজি। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড-ফেস্টুন গোটা নগরজুড়ে শোভা পাচ্ছে। মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন সড়কে মাইকে প্রচার হচ্ছে ‘বরিশাল আসছে বঙ্গবন্ধু কন্যা-সকলের মনে তাই আনন্দের বন্যা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। নিরাপত্তার চাদরে বিভাগীয় শহর ঢেকে আছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিশালে ৭৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বরিশালে এবারই প্রথম এত উন্নয়ন প্রকল্প একযোগে উদ্বোধন করা হচ্ছে। এতে বরিশালবাসী দারুণ খুশি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন চলছে অপেক্ষার পালা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উৎফুল্ল নেতাকর্মীরা মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। নগরজুড়ে নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে আসন্ন সিটি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসভায় বক্তব্য দেবেন। এ কারণে নেতাকর্মীরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এ সফরকে স্বাগত জানাবেন। শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন ॥ দেশের দক্ষিণাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকার প্রথম সেনানিবাসের নামফলক উšে§াচন এবং একই সঙ্গে সেখানে সেনাবাহিনীর নতুন একটি ডিভিশনের পতাকা উত্তোলন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহষ্পতিবার তাঁর নিজের নামের এই সেনানিবাস, সেনানিবাসের এডহক সদর দফতর ও সেনাবাহিনীর নতুন ‘সাত ডিভিশন’-এর নামফলক উšে§াচন ও পতাকা উত্তোলন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী স্থানে পায়রা নদীর তীরে লেবুখালীতে ১ হাজার ৫৩২ একর জমিতে সেনানিবাস স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৫ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনের সময় বলেন, পটুয়াখালীর লেবুখালী ও রাজবাড়ীতে নতুন দুইটি সেনানিবাস স্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। ২০১৪ সালের ২৫ জুন লেবুখালীতে সেনানিবাস স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রাজবাড়ীতে সেনানিবাস স্থাপনের কাজে এখন পর্যন্ত তেমন অগ্রগতি নেই। সংশ্লিষ্টরা জানান, দেশের দক্ষিণাঞ্চলে বৃহৎ উপকূলীয় এলাকা বরিশাল ও পটুয়াখালীতে এর আগে কোন সেনানিবাস ছিল না। অথচ এ অঞ্চলটি দেশের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায় ২০০ কিলোমিটার দূরের যশোর সেনানিবাসের সহায়তা নিতে হতো। স্বাধীনতা পরবর্তী থেকে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন এ অঞ্চলের ২১ জেলার প্রতিরক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার দায়িত্ব পালন করতে হচ্ছিল। এদিকে শেখ হাসিনা সেনানিবাসের জন্য নবগঠিত সাত পদাতিক ডিভিশন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা দাঁড়াল ১০-এ। অন্যান্য পদাতিক ডিভিশন হচ্ছে সাভারের নয়, কক্সবাজারের দশ, বগুড়ার এগারো, সিলেটের সতেরো, ঘাটাইলের উনিশ, চট্টগ্রামের চব্বিশ, কুমিল্লার তেত্রিশ, যশোরের পঞ্চান্ন এবং রংপুরের ছেছট্টি। আর সেনানিবাসের সংখ্যা শেখ হাসিনা সেনানিবাসসহ ৩২টি। সর্বশেষ এ সেনানিবাস দেশে আন্তর্জাতিকমানের সেনাবাহিনী গড়ে তুলতে সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় স্থাপিত হবে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বরিশালের বাকেরগঞ্জের লেবুখালী এলাকার পায়রা নদীর তীরে ‘শেখ হাসিনা সেনানিবাস’ এর হেলিপ্যাডে অবতরণ করবে। সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করে সাত পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন প্যারেডে যোগদান করবেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত পটুয়াখালী জেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বেলা ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের জনসভায় যোগ দেবেন। এর আগে তিনি বঙ্গবন্ধু উদ্যানে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসভায় ভাষণ দেবেন। জনসভা শেষে বিকেল চারটা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস.এম খুরশিদ-উল আলম স্বাক্ষরিত বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে প্রেরিত এক সফরসূচীতে এসব তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য ঢাকা থেকে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী বুধবার বিকেলে বরিশালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১২ সালের ২১ মার্চ বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছেন।
×