ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৪:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ ফেব্রুয়ারি ॥ জেলার পত্নীতলা উপজেলাধীন মান্দাইন আবেদিয়া উচ্চ মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও সকল পরিচালনা কাজে অদক্ষতা এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানে ব্যর্থতার অভিযোগ উত্থাপিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন খোদ স্কুল ম্যানেজিং কমিটি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মর্তুজা আলীর পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান। লিখিত বক্তব্যে অডিট কমিটির রিপোর্টের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক গত তিন বছরে লাখ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে হাতে রেখে ইচ্ছেমতো খরচ করেছেন। গত ২০১৩ সালে ৪ লাখ ৮০ হাজার ৭শ’ ৬৮ টাকা, ২০১৪ সালে ৬ লাখ ৭৫ হাজার ৪শ’ ৫ টাকা, ২০১৫ সালে ৩ লাখ ৬৭ হাজার ১শ’ ৬৪ টাকা এবং ২০১৬ সালে ৩ লাখ ৬৭ হাজার ১শ’ ৬৪ টাকা ব্যাংকে জমা না রেখে বিধি বহির্ভূতভাবে নিজ হাতে রেখে ইচ্ছেমতো ব্যয় করেছেন। এই সময়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে নিজস্ব প্রায় ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। স্কুল ম্যানেজিং কমিটি কর্তৃক গঠিত অডিট কমিটির সদস্য আকতারুজ্জামান, মুনসুর আলী, নুর আলম, সাইফুল ইসলাম স্বাক্ষরিত অডিট রিপোর্টে এই অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
×