ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিল

প্রকাশিত: ০৪:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লায় ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি ॥ বিনা লাইসেন্স, অনিয়ম-অব্যস্থাপনা, ভুয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বুধবার দুপুরে জেলার চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকার ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালে সিলগালা করে দিয়েছে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টিমের সদস্যরা। জানা যায়, দীর্ঘদিন ধরে চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকার টাওয়ার হাসপাতাল এ্যান্ড ডিজিটিাল ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন), মা ডায়াগনস্টিক সেন্টার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এবং সরকার ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন) অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও ডাক্তার নেই। বুধবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের নেতৃত্বে একটি পরিদর্শন টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেন।
×