ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা

সাবেক সেনা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৪:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৮

সাবেক সেনা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, ৭ ফেব্রুয়ারি, গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ে জড়িত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জাপা নেতা সাবেক এমপি কর্নেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খানসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বুধবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার আদালতে এই চার্জ গঠন করা হয়। গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম সফিক জানান, ঈর্ষান্বিত হয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটনকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। নিহতের বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তী পর্যায়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা আবু হায়দার আশরাফি হত্যাকা-ে জড়িত সন্দেহে জাপা নেতা, সাবেক এমপি এবং সাবেক সেনা কর্মকর্তা কাদের খান তার সহযোগী মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম, শাহিন মিয়া শান্ত, আব্দুল হান্নান, কাদের খানের পিএস শামসুজ্জোহা, শুবল চন্দ্র রায়কে গ্রেফতার করে। অপর আসামি চন্দন ভারতে পালিয়ে যায়। দীর্ঘদিন তদন্ত করে সাক্ষী ও হত্যাকা-ের আলামতসহ ২০১৭ সালের ৩০শে এপ্রিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। প্রতিবাদ গত ২৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘আলহাজ জুট মিলে কর্মবিরতি ॥ জিএম অবরুদ্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মিলের কোম্পানি সচিব। সংবাদের তথ্যগুলো সঠিক নয় বলে তিনি দাবি করেছেন।
×