ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লম্বা ঠোঁটের সারস

প্রকাশিত: ০৪:১৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

লম্বা ঠোঁটের সারস

জার্মানির উত্তরাঞ্চল নানা বৈচিত্র্যে ভরপুর। এখানে নানাজাতের ফুলের পাশাপাশি বছরের এই সময়টায় পাখির আনাগোনা বাড়ে। স্থানীয় প্রশাসন পর্যটক আকর্ষণে অভিনব প্রচার চালায়। গতকাল দেশটির বেলিজ এলাকায় একটি সারস পাখিকে এভাবে বসে থাকতে দেখা যায়। এই পাখির ঠোঁট বড় ও রঙিন হয়। -এএফপি। গোলাপ দিবস বুধবার ছিল গোলাপ দিবস। এ দিবসে বিভিন্ন রঙের গোলাপ কিনে অনেকে প্রিয়জনদের উপহার দেন। তবে তরুণ-তরুণীরাই এ দিবসে সবচেয়ে বেশি গোলাপ ক্রয় করে প্রিয়জনকে উপহার দিয়েছেন। গোলাপ দিবস উপলক্ষে গতকাল বুধবার ভারতের কলকাতার গোলাপ বিক্রেতারা গোলাপ সাজিয়ে ক্রেতার জন্য অপেক্ষায় রয়েছেন। এ দিন উচ্চমূল্যে গোলাপ বিক্রি হয়।-এএফপি
×