ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ার রূপালী ব্যাংকে জালিয়াতির ঘটনায় ম্যানেজারসহ ২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ার রূপালী ব্যাংকে জালিয়াতির ঘটনায় ম্যানেজারসহ ২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার মহাস্থান রূপালী ব্যাংকের ব্যবস্থাপক নিখোঁজ এবং বিপুল অর্থ গড়মিলের আলোচিত ঘটনায় প্রাথমিক তদন্তে পে অর্ডারের মাধ্যমে ২ কোটি ৬৯ লাখ টাকা জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। অপরদিকে ব্যাংক থেকে বের হয়ে নিখোঁজের ৩ দিন পরেও ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমানের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তার সন্ধানে তৎপরতা চালাচ্ছে। অর্থ জালিয়াতির ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মহাস্থান হাটের ইজারদার মেসার্স আজমল ট্রেডার্সের স্বত্বাধিকারী আজমল হোসেনকে গ্রেফতার করেছে। রবিবার রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়নুর রহমান ব্যাংকে গিয়ে বেলা ১১ টার দিকে চা পানের নাম করে বাইরে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনার পরই রূপালী ব্যাংক মহাস্থান শাখায় বিপুল অর্থ গরমিলের বিষয়টি উন্মোচিত হয়। ঘটনার তদন্তে ব্যাংকের উচ্চ পর্যায়ের ৪ সদস্যের কমিটি ব্যাংক অডিট টিম এবং বিভাগীয় কার্যালয়ের আরেকটি অডিট টিম ওই ব্যাংকে গিয়ে তদন্ত শুরু করে। মঙ্গলবার নিখোঁজ শাখা ব্যবস্থাপক জোবায়নুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ব্যাংক ও পুলিশ সূত্র জানায়, মোট ৭টি পে অর্ডারের মাধ্যমে ২ কোটি ৬৯ লাখ টাকার জালিয়াতি করা হয়েছে বলে ব্যাংকের তদন্তকারীরা জানতে পেরেছেন। সূত্র জানায়, বিভিন্ন গ্রাহকের আমানত হিসাবের মাধ্যমে ও ভুয়া ঋণ সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে পে অর্ডার ইস্যু করা হয়। তবে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ পরিষ্কার কিছু জানাননি। এ ব্যাপারে বুধবার বিকেলে বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, ব্যাংকের পক্ষ থেকে ডিজিএম হাবিবুর রহমান বাদী হয়ে জালিয়াতির অভিযোগে এনে শাখা ব্যবস্থাপকসহ ২জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মামলায় জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অপর দিকে পুলিশ সূত্র জানায়, নিখোঁজ শাখা ব্যবস্থাপকের সন্ধানে পুলিশ বিভিন্ন ভাবে তৎপরতা চালাচ্ছে। তার অবস্থান জানতে পুলিশ স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে।
×