ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিডিসির রাইট শেয়ার ছাড়ার ঘোষণা

প্রকাশিত: ০৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

আইপিডিসির রাইট শেয়ার ছাড়ার ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে কোম্পানিটি ১আরঃ২ হারে অর্থাৎ প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। পর্ষদ সভায় রাইট শেয়ারের জন্য শেয়ার প্রতি ৩ টাকা প্রিমিয়াম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম পড়বে ১৩ টাকা। রাইট শেয়ারের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৫ মার্চ বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি বিএসইসির কাছে রাইট শেয়ারের আবেদন জমা দেবে। -অর্থনৈতিক রিপোর্টার
×