ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৯৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৫ কোটি ২৮ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর কিছুক্ষণ পরেই সূচকের নেতিবাচক প্রবণতা শুরু হয়। এরপর শেয়ার কেনা-বেচার চাপে সূচকের ওঠানামা চলতে থাকে। তবে দিন শেষে বিনিয়োগকারীদের ¯œায়ু চাপ বেড়ে যাওয়ায় সূচকের পতন ঘটে। ফলে মঙ্গলবারের ৭৬ পয়েন্টের উর্ধগতির পরও সূচক কমে যায়। বুধবার বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার আগের বিনিয়োগকারীদের একটি অংশ কিছুটা নিষ্ক্রিয় আচরণ করে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারের ক্রয়াদেশ বাড়িয়ে দিলেও ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইনান্স, উসমানিয়া গ্লাস, ইন্টারন্যাশনাল লিজিং, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইড ও মুন্নু সিরামিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : উসমানিয়া গ্লাস, মুন্নু স্টাফলার, গ্রীন ডেল্টা, ডাচ বাংলা ব্যাংক, জেমিনি সী ফুড, মেঘনা লাইফ, নদার্ন জুট, সিভিও পেট্রোলিয়াম, প্রগতি লাইফ ও এমবি ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইনান্স, আইটিসি, নাহি এ্যালুমিনিয়াম, জিবিবি পাওয়ার, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ফনিক্স ফাইনান্স, বেক্সিমকো, ওয়াইম্যাক্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিঙ্গারবিডি ও গ্রামীণফোন।
×