ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌরী জামানের ‘বন্ধুয়া’

প্রকাশিত: ০৩:৫২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

মৌরী জামানের ‘বন্ধুয়া’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময়ী সঙ্গীতশিল্পী মৌরী জামান। নিজের গাওয়া বেশ কিছু গানের ভিডিও প্রকাশের পর নন্দিত হয়েছেন। ভিডিওগুলোতে নিজেও মডেল হিসেবে কাজ করেছেন। বিশেষ করে তার ‘প্রথম আলোয় প্রথম দেখা’ এবং ‘তোকে নিয়ে’ শিরোনামের দুটি মিউজিক ভিডিও প্রশংসিত হয়েছে। গান দুটি লিখেছিলেন মোঃ বদিউজ্জামান সাগর। সুর করেছিলেন আক্কাস খান ও আকাশ মাহমুদ। আরও নতুন নতুন গান এবং ভিডিওতে কাজ করছেন মৌরী। নতুন কাজের ধারাবাহিকতায় এ বছর আরেকটি নতুন মিউজিক ভিডিও জমা হয়েছে মৌরী জামানের ক্যারিয়ারের ঝুলিতে। ‘বন্ধুয়া’ শিরোনামের মিউজিক ভিডিওটি ইতোমধ্যে ড্রিম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে। জাকির মাস্টার রচিত ‘বন্ধুয়া’ গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আশাক মাহমুদ। গানের ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। গানের কথা এবং সুরের সঙ্গে ভিডিওর রসায়নটা বেশ চমৎকার হয়েছে। ‘বন্ধুয়া’ মিউজিক ভিডিওতে শিল্পী মৌরীর সঙ্গে মডেল হয়েছে আকাশ মাহমুদ। আকাশ নিজেও একজন কণ্ঠশিল্পী। নতুন মিউজিক ভিডিও নিয়ে আশাবাদী মৌরী বলেন, নিজেকে একজন গানের মানুষ ভাবতে বরাবরই ভাল লাগে। ভাল ভাল গান করার মাধ্যমে শ্রোতাদের মনের জায়গায় করে নিতে চাই। শ্রোতাদের প্রতি আমার দাবি গানকে ভালবাসুন, ভাল গানের সঙ্গে থাকুন। আপনাদের উৎসাহেই আমাদের গানের পৃথিবীতে নতুন নতুন কিছু সৃষ্টি হবে। সেই সঙ্গে আমার নিজের জন্য আপনাদের দোয়া ও ভালবাসা খুব বেশি প্রয়োজন। আশা করি আমার নতুন গানের ভিডিওটি আপনাদের ভাল লাগবে। মৌরী জামান আরও বলেন, একজন ভাল শিল্পী হয়ে উঠতে পারাটা রীতিমতো সাধনার বিষয়। চেষ্টা চালিয়ে যাচ্ছি, শ্রোতাদের মনে জায়গা করে নিতে এখন বড় পরিসরে নিজকে দাঁড় করানো ভীষণ কঠিন। আমি থামতে রাজি না। শ্রোতাদের ভালবাসা নিয়ে ছোট পায়ে ঠিক পৌঁছাব। ভাল গান যুগে যুগে থাকবে কখনও হারাবে না। আমি গান প্রিয় মানুষ তাই যতœটা একটু বেশি করে থাকি। আমার পরিবারের কাছে আমি চির কৃতজ্ঞ বিশেষ করে মায়ের কাছে। তার স্বপ্ন আমাকে আজকের এই মৌরী বানিয়েছে। পুরো বছর জুড়ে ব্যস্ততা থাকে। বিশেষ করে শীতের সময় গান নিয়ে ব্যস্ততা একটু বেশি থাকে। সব মিলে চেষ্টা এবং সাধনার মাধ্যমে একজন ভাল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান মৌরী। নিষ্ঠা, সাধনা ও চর্চার মাধ্যমে মৌরী এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য শুভ কামনা।
×