ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতার মঞ্চে তুলিকা দেবী

প্রকাশিত: ০৩:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

কলকাতার মঞ্চে তুলিকা দেবী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের গর্ব প্রতিভাময়ী সঙ্গীতশিল্পী তুলিকা দেবী। থাকেন আমেরিকায়। সঙ্গীতশিল্পী হওয়ার কারণে আমেরিকার বিভিন্ন শহরের একজন পরিচিত মুখ। তিনি বেশ ভাল গান করেন। নিজের দেশ বাংলাদেশ এবং আমেরিকায় গাওয়ার পাশাপাশি এবার তিনি কলকাতায় সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। কমিউনিটি হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমন্ত্রণে কলকাতা ব্লাইন্ড স্কুলের মঞ্চে আগামী ১০ ফেব্রুয়ারি গাইবেন তুলিকা দেবী। এর মাধ্যমে এই প্রথম আমেরিকা ও বাংলাদেশের বাইরে কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। কলকাতার অনেক বরেণ্য শিল্পীদের সঙ্গে গান গাইতে পারা ও বাংলাদেশকে উজ্জ্বলরূপে তুলে ধরতে পারায় অনেক খুশি জানালেন তুলিকা দেবী। একই সঙ্গে ধন্যবাদ জানান ঈশ্বরকে। সঙ্গে সঙ্গে আয়োজক শ্যামলেন্দু দাসসহ কামাল মিত্র, অধ্যাপক আম্বুমোহান্ত্রি, শ্রাবন্তী কালারেন্দ্রর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তুলিকা দেবী স্থানীয়ভাবে ফোবানা, বঙ্গ সম্মেলন, বঙ্গ মেলাসহ বাংলা সোসাইটিতে গান গেয়ে একজন গুণী শিল্পী হিসেবে বেশ ভালভাবেই জায়গা করে নিয়েছেন। মূলত তিনি লোকসঙ্গীত, গাইতে বেশি ভালবাসেন। তার গাওয়া ‘বাংলার মেয়ে’, ‘এপার ওপার’, ‘প্রাণে আমার বাংলাদেশ’ ও ‘কাঙ্খের কলসী’ নামে চারটি মিক্সড ও একক এ্যালবাম বাজারে রয়েছে। এ ছাড়া তার গাওয়া ‘কালা তোমার বাশির সুরে’, ‘বনো মালি তুমি’, ‘আমার হার কালা’ শিরোনামের গানগুলো বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্যবার প্রচার হয়েছে। গানগুলো এখন ইউটিউবে পাওয়া যায়। গানের প্রতি ভালবাসা থেকেই প্রতি বছরই তুলিকা দেবী বাংলাদেশে এলে বিভিন্ন রেডিও-টেলিভিশনে গান করে থাকেন।
×