ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থিয়েটার ফ্যাক্টরির ‘আলী যাকেরের সঙ্গে কিছুক্ষণ’

প্রকাশিত: ০৩:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

থিয়েটার ফ্যাক্টরির ‘আলী যাকেরের সঙ্গে কিছুক্ষণ’

স্টাফ রিপোর্টার ॥ দেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরকে নিয়ে বিশেষ কথোপকথন অনুষ্ঠানের আয়োজন করেছে নাট্যাঙ্গনে যুক্ত হওয়া নতুন সংগঠন থিয়েটার ফ্যাক্টরি। ‘আলী যাকেরের সঙ্গে কিছুক্ষণ’ শীর্ষক এ অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হবে। এ আয়োজনের প্রাসঙ্গিকতা নিয়ে থিয়েটার ফ্যাক্টরির প্রধান নাট্যজন অলক বসু বলেন, একজন আলী যাকের যখন মঞ্চে ওঠেন ‘নূরুল দীন’ কিংবা ‘গ্যালেলিও’ অথবা ‘ম্যাকবেথ’ বা ‘দেওয়ান গাজী’ হয়ে, তখন মিলনায়তনে সৃষ্টি হয় অসাধারণ এক নাট্যাবহ। তাঁর অলোকসামান্য অভিনয়দ্যূতিতে জীবন্ত হয়ে ওঠে নাটকের চরিত্রেরা এবং রচিত হয় নতুন আর এক ইতিহাস। এ আয়োজনে আলী যাকের তাঁর সুদীর্ঘ নাট্য অভিযাত্রার অভিজ্ঞতা নিজের বয়ানে বর্ণনা করবেন। তাঁর সৃজিত চরিত্র ও নির্দেশিত নাটক নিয়ে বলবেন তাঁর শিল্পসঙ্গীগণ। সেই সঙ্গে তাঁর সৃজনকর্মকে ঘিরে নাট্যামোদী ও নতুন প্রজন্মের নাট্যজনদের কৌতূহলী প্রশ্নের উত্তর দেবেন। সবার উপস্থিতি ও অংশগ্রহণে আলী যাকেরের সঙ্গে নিঃসন্দেহে আমরা খানিকটা ভাল সময় কাটাতে পারব। আশা করছি আয়োজনটি সফল হবে। নাট্যামোদী সবাইকে এই আয়োজনে আমন্ত্রণ জানাই।
×